রাজশাহী অফিসঃ রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১২টায় রাজশাহী কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন আরআরইউ-এর সাংবাদিকবৃন্দ।
এরপর বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।এরআগে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে আরআরইউ-এর সাধারণ সম্পদক আবু হেনা মোস্তফা জামান জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে বাংলার বীর সৈনিকেরা। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আজকের এই দিনে তারা মানুষারূপী হায়নাদের থেকে স্বাধীনতার অমৃত পেয়ালা ছিনিয়ে আনে বাঙ্গালী বীর মুক্তিযোদ্ধারা। আজকের এই মহান দিনে শহীদ মুক্তিযোদ্ধা, সম্ভ্রম হারানো মা-সহ দেশমাতৃকার তরে আত্মত্যাগী সকলের প্রতি আমার শ্রদ্ধা ও দোয়া থাকবে।
আরআরইউ-এর সভাপতি আব্দুল মুগনী নীরো বলেন, বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে জানান দেয় বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখ-ের। লাখো শহীদের আত্মত্যাগের ফসল হিসেবে চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ। তবে সেই বিজয়কে গৌরবান্বিত করতে সাংবাদিক হিসেবে ন্যায়, সত্য ও বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে এ দেশের মানুষের মৌলিক অধিকারসমূহ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ), সিনিয়র সহ-সভাপতি, মোঃ মাসুদ রানা রাব্বানী, সহ- সভাপতি মোঃ আনোয়ার হোসেন, টিসা খাতুন, জুলেখা খাতুন, সাংবাদিক ইফতেখার আলম বিশাল, মোঃ মোস্তাফিজুর রহমান রানা, ইব্রাহিম হোসেন সম্ধসঢ়;্রাট, মোঃ মোজাম্মেল হক রনি, মিজানুর রহমান টনি, মোঃ ইমরান সরকার, দূর্জয় খান, মোঃ বাবুল, মোঃ মহন খান, শেখ মোঃ রোমেল, আহম্মদ মোস্তফা শিমুল, মোঃ মোমিন, মামুনুর রহমান কাঁচু, মাসুদ আলী পুলক, আকাশ সরকার ও সারোয়ার জাহান বিপ্লব, মোঃ হৃদয় পারভেজ, তাহসীনুল আমিন রাহী প্রমুখ।