মঙ্গলবার, মে ২১, ২০২৪
Homeসারাবাংলারংপুরের ছয়টি আসন থেকে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন

রংপুরের ছয়টি আসন থেকে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন

জয়নাল আবেদীন : রংপুরের ছয়টি আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত দুইজন, জাকের পার্টির চারজন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের একজন এবং স্বতন্ত্র প্রার্থী তিনজন ।

রোববার বিকেল সোয়া ৪টায় রংপুরের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান যারা প্রার্থিতা প্রত্যাহার করেছেন- রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনে আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সবুজ মিয়া ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মঞ্জুম আলী। রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সুমনা আক্তার লিলি ও জাকের পার্টির আশরাফ উজ জামান, রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তুষার কান্তি মন্ডল ও জাকের পার্টির লায়লা আঞ্জুমান আরা বেগম।

এ ছাড়া রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী হাকিবুর রহমান মাস্টার, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে জাকের পার্টির শামীম মিয়া এবং রংপুর-৬ আসনে (পীরগঞ্জ) জাকের পার্টির প্রার্থী বেদারুল ইসলাম।জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান, রংপুর জেলার ছয়টি আসনে ৪৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই- বাছাইয়ে ১০ জনের মনোনয়ন বাতিল এবং ৩৯ জনের বৈধ হয়। নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান আরও সাতজন। রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ছয়টি আসনে ১০ জন মনোনয়ন প্রত্যাহার করেন।

তিনি আরও জানান, বর্তমানে রংপুর-১ আসনে নয়জন, রংপুর-২ আসনে তিনজন, রংপুর-৩ আসনে ছয়জন, রংপুর-৪ আসনে তিনজন, রংপুর-৫ আসনে আটজন এবং রংপুর-৬ আসনে সাতজনসহ মোট ৩৬ প্রার্থী ভোটযুদ্ধে লড়াই করবেন। নির্বাচনের তফসিল অনুযায়ী সোমবার প্রতীক বরাদ্দ হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments