রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাসাপাহারে বৈদ্যুতিক তারে শক লেগে যুবকের মর্মান্তিক মৃত্যু

সাপাহারে বৈদ্যুতিক তারে শক লেগে যুবকের মর্মান্তিক মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: সাপাহারে বৈদ্যুতিক তারে জড়িয়ে সোহেল রানা (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সোহেল রানা পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি ও আশড়ন্দ মোল্লাপাড়া গ্রামের সফিউদ্দীনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩ টার দিকে উপজেলার মন্ডলমোড়ে অবস্থিত সারমিন স্টোরের মালিক শাহজাহানের বাসায় বৈদ্যুতিক ওয়ারিং করতে গিয়ে তড়িতাহত হয়ে মৃত্যুবরণ করেন বৈদ্যুতিক মিস্ত্রি সোহেল।

বৈদ্যুতিক মিস্ত্রি সোহেল তার সহকর্মীদের নিয়ে তিনতলার ছাদে পাইপ ফিট করছিলেন। এসময় অসাবধানতা বশতঃ পা পিছলে বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে তড়িতাহত হয়ে ছাদে পড়ে যায় সে। এমতাবস্থায় তার সহযোগীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। প্রাথমিক সুরতহাল রিপোর্টের জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments