চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে ৪শত টি কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী। আজ বুধবার সকালে সদর উপজেলার কারবালা উচ্চ বিদ্যালয় এন্ড
কলেজ মাঠে এ শীতবস্ত্র বিতরন করেন ৯৩ সাঁজোয়া ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনালের মোঃ মহসিন রেজা। এসময় ৯ বীর (মেকানাইজড) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ খালেকুজ্জামান উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন এবং সদর দপ্তর ৯৩ সাঁজোয়া ব্রিগেডের অধীনস্ত ৯ বীর (মেকানাইজড) এর উদ্দোগে এসব কম্বল বিতরন করা হয়।