রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাসুনামগঞ্জের জগন্নাথপুরে জমির পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরে জমির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ওয়াহিদুর রহমান: সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে জমিয়ে থাকা পানিতে পড়ে জিহাদ মিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানাগেছে।

১৫(জানু্য়ারী)সোমবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু জিহাদ ওই এলাকার আলী হায়দারের পুত্র।

পুলিশ ও পারিবারিক মারফতে জানাযায়, সোমবার শিশু জিহাদ তার দাদার সঙ্গে বাড়ির পাশে বোরো জমিতে চাষাবাদের কাজ দেখতে যায়।সেখানে হঠাৎ কাপুনি উঠলে শিশুটি বোরো জমিতে পড়ে যায়।পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সৃজনা সরকার তমা বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারাগেছে।

নিহত শিশুর বাবা আলী হায়দার জানান,আমার ছেলের জন্মের পর থেকেই মৃগী রোগ ছিল। দীর্ঘদিন ধরে তার এ রোগের চিকিৎসা চলছিল।

জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম বলেন,পরিবারের সদস্যদের কোন প্রকার অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া শিশুটির মরদেহ দাফন করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments