শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাচান্দিনায় ট্রাক্টরচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

চান্দিনায় ট্রাক্টরচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

ওসমান গনি: কুমিল্লার চান্দিনায় ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের দেওকামতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় সিএনজি ও ট্রাক্টরটি আটক করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। নিহতরা হলেন- চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের কৈকরই গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. হাসান (১৬)। সে পার্শ্ববর্তী কচুয়া উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় থেকে এ বছরের এসএসসি পরীক্ষার্থী। নিহত অপরজন তাওহিদ (২০) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের হাফিজ উল্লাহর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, নবাবপুর থেকে সিএনজিটি যাত্রী নিয়ে জোয়াগ ইউনিয়নের লক্ষীপুর নতুন বাজার যাওয়ার পথে মাটিবাহী ট্রাক্টরটি চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় হাসান।

গুরুতর আহত তাওহিদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) সুজন দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা ও ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। ট্রাক্টরের চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments