শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাউলিপুরে এক রাতে দুই বিদ্যালয়ে চুরির ঘটনায় আটক ৩

উলিপুরে এক রাতে দুই বিদ্যালয়ে চুরির ঘটনায় আটক ৩

আবুল কালাম আজাদ: কুড়িগ্রামের উলিপুরে এক রাতে দুই বিদ্যালয়ে চুরির ঘটনায় আটক তিন। এক বিদ্যালয়ে চুরি করে পাশ্ববর্তী অপর একটি বিদ্যালয়ে চুরির সময় চোরকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) রাতে উলিপুর পৌর শহরের দাড়ারপাড় এলাকায়। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে বুধবার আদালতে পাঠান।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আটটার দিকে পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার শিক্ষক মিলনায়তনের দরজার তালা ভেঙ্গে একটি এলইডি টিভি চুরি করে পালিয়ে যায়। এরপর চুরিকৃত টিভিটি বিক্রি করে পুনরায় রাত ১১টার দিকে পৌরসভার দারারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশের সময় এলাকাবাসী টের পেয়ে রানু বাবু (২০) নামের একজনকে হাতেনাতে আটক করে পুলিশে দেন।

এরপর পুলিশ আটক রানু বাবুকে জিজ্ঞাসাবাদ করলে তিনি টিভি চুরি করে বিক্রয়ের কথা স্বীকার করেন এবং টিভি কার কাছে বিক্রি করেছেন তা বলেন। তার তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চোরাইকৃত টিভি ক্রয়ের অভিযোগে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের হেলানপাড়া গ্রামের আজাদ হোসেনের ছেলে নুর আলম সিদ্দিক (২৫) ও মোকছেদ আলীর ছেলে রাসেল মিয়া (২১) কে চোরাইকৃত টিভিসহ আটক করেন। চুরির ঘটনার সাথে জড়িত রানু বাবু দারারপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

চুরির ঘটনায় মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার অফিস সহকারী নাজমুল হোসেন বাদী হয়ে বুধবার (৭ ফেব্রুয়ারী) তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম জানান, চুরির ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বুধবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments