ফজলুর রহমান: নিখোঁজের দুই দিন পর উম্মে হাবিবা (৭) নামে এক স্কুল শিক্ষার্থী মরদেহ উদ্ধার করেছে পীরগাছা থানা পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার চালুনিয়া বিলের একটি পুকুর থেকে তার মরেদহ উদ্ধার করা হয়।
উম্মে হাবিবা উপজেলার চালুনিয়া পানাতিপারা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে এবং পীরগাছা মিলিনিয়াম চাইল্ড স্কুল এর দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। পুি¬লশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় উম্মে হাবিবা। এরপর বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে বাড়ির পাশের চালুনিয়া বিলের একটি পুকুরে স্কিুল শিক্ষার্থী উম্মে হাবিবার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদনে শিশুটির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে শরীরে ভারী শীতের পোশাক থাকায় অসাবধানতা বসত পুকুরে পরে এঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।