সোমবার, মে ২০, ২০২৪
Homeসারাবাংলাসড়কে প্রাণ হারাল ঈশ্বরদীর স্বর্ণপদকপ্রাপ্ত খুদে বিজ্ঞানী তারিফ

সড়কে প্রাণ হারাল ঈশ্বরদীর স্বর্ণপদকপ্রাপ্ত খুদে বিজ্ঞানী তারিফ

স্বপন কুমার কুন্ডু: শেখ রাসেল স্বর্ণপদক বিজয়ী খুদে বিজ্ঞানী তাহের মাহমুদ তারিফ (২১) সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (৭ মে) ঢাকা নেওয়ার পথে সন্ধ্যার দিকে মৃত্যুবরণ করেন তারিফ। এর আগে দুপুর ১ টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। তারিফ ঈশ্বরদী পৌর শহরের মশুরিয়াপাড়া বকুল মোড় এলাকার প্রয়াত আব্দুস সামাদের ছেলে।

স্থানীয়রা জানান, সিএনজি চালিত অটোরিকশায় তারিফ পাবনায় যাচ্ছিলেন। পথে কালিকাপুরে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অটোরিকশা ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারিফ। সেখান থেকে উদ্ধার করে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। ঢাকা নেওয়ার পথে বিকেল সন্ধ্যার দিকে টাঙ্গাইলে মারা যান তিনি।

তারিফের মামা আলমগীর হোসেন বলেন, তারিফ ছোটবেলা থেকেই বিজ্ঞানমনস্ক ছিল। দশম শ্রেণিতে পড়ার সময় সে অক্সিজেন কনসেনট্রেটর আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছিল। এরপর তারিফ আরও অনেক কিছু আবিষ্কার করে। অত্যন্ত মেধাবী তারিফ অকালে চলে যাবে ভাবতেই পারিনি।

সরকারি সাঁড়া মাড়োয়ারি স্কুল অ্যান্ড কলেজের অধ্য (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম শাহীন বলেন, দশম শ্রেণিতে পড়াকালীন সময়ে তারিফ অক্সিজেন কনসেনট্রেটর আবিষ্কার করে আমাদের স্কুলসহ ঈশ্বরদীর মুখ উজ্জ্বল করেছিল। তার বেশ কিছু আবিষ্কার রয়েছে। সেগুলো আইসিটি মন্ত্রণালয়ের অনুমোদনের অপক্ষায় রয়েছে।

খুদে উদ্ভাবক হিসেবে তারিফ ২০২২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শেখ রাসেল স্বর্ণপদক গ্রহন করেছিলেন। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত চারটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় জেলা পর্যায়ের শ্রেষ্ঠ খুদে বিজ্ঞানী হিসেবে পুরস্কার লাভ করেন।

সড়ক দুর্ঘটনায় তারিফের অকালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকল মহলে শোকের ছায়া নেমে আসে। বুধবার ( ৮ মে) সকাল সাড়ে ১১টায় ঈশ্বরদী সরকারি কলেজ মাঠে তারিফের নামাজে জানাযায় বিভিন্ন শ্রেণী ও পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করে।

উল্লেখ্য, তারিফের অক্সিজেন কনসেনট্রেটর আবিষ্কার এবং শেখ রাসেল স্বর্ণপদক অর্জনের খবর দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments