রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাপ্রেমিকের সামনে প্রেমিকাকে ধর্ষণের চেষ্টা, আটক ৩

প্রেমিকের সামনে প্রেমিকাকে ধর্ষণের চেষ্টা, আটক ৩

বাংলাদেশ প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গায় প্রেমিকের সামনে প্রেমিকাকে ধর্ষণচেষ্টার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে গতকাল শুক্রবার রাতে ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকালে বাকি ২ যুবককে পুলিশ আটক করে।

এর আগে শুক্রবার রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশন এলাকায় ওই তরুণীকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।

আটকরা হলো- উপজেলার চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লার ছেলে সাইফুর রহমান সুজন (২১), পার্শ্ববর্তী গোয়ালদী গ্রামের মন্নু মুন্সির ছেলে তাহাসিন মুন্সী (২০) এবং একই গ্রামের তালেব মিয়ার ছেলে মুন্না মিয়া(২১)।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শিবচরের গুপ্তেরচর এলাকা থেকে প্রেমিক ইউনুচ সরদারের সঙ্গে তার প্রেমিকা ভাঙ্গা গোল চত্বর এলাকায় ঘুরতে আসেন। সন্ধ্যার পর তারা ভ্যানযোগে বাড়ি ফিরছিল। এর মধ্যে ঘটনাস্থলে পৌঁছালে সুজনসহ ৪ বখাটে যুবক তাদের ভ্যানের গতিরোধ করে নামতে বাধ্য করেন। একপর্যায়ে বখাটেরা তাদের রাস্তার নিচে জঙ্গলের ভেতরে নিয়ে ইউনুচকে চড়-থাপ্পড় মেরে এবং ভয়ভীতি দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণের চেষ্টা চালায়।

এদিকে ঘটনার সময় এক্সপ্রেসওয়ের বাইপাস সড়ক দিয়ে পুলিশের একটি টহলভ্যান সেখানে পৌঁছালে ভ্যানচালক বিষয়টি পুলিশকে অবহিত করে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে এক বখাটেকে আটক করতে সক্ষম হয়। বাকি ৩ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে আজ শনিবার থানায় মামলা দায়ের করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments