বাংলাদেশ প্রতিবেদক: কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ধার নেওয়া ২০ হাজার টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় এক গৃহবধূকে দুই মাস ধরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার না পেয়ে দম্পতির বিষপানের ঘটনার সাত দিন পর মামলা হয়েছে। ‘বিষপানে মারা যাওয়া’ গৃহবধূর মামা বাদী হয়ে শুক্রবার থানায় এজাহার দিলে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নথিভুক্ত করে। পরে রাতেই প্রধান আসামি জয়নাল কসাই ও তার সহযোগী আলম কসাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, বিষপানে অসুস্থ হয়ে মারা যাওয়া গৃহবধূর মামা বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে মামলা করেন। আসামিরা হলো- জয়নাল আবেদীন, শুক্কুর আলী, আলম হোসেন এবং সোলায়মান। তারা সবাই পেশায় কসাই। রাজিবপুরের বিভিন্ন বাজারে তাদের মাংসের দোকান রয়েছে। তাদের মধ্যে জয়নাল পাওনা টাকা আদায়ের নামে ওই গৃহবধূকে ধর্ষণ করে। একপর্যায়ে ধর্ষণের ভিডিও করে ওই গৃহবধূকে জিম্মি করে। এরপর অপর সহযোগীদের নিয়ে দিনের পর দিন সংঘবদ্ধ ধর্ষণ করেন। গত রমজান মাস থেকে ওই গৃহবধূর ওপর এই পাশবিক নির্যাতন চলতে থাকে। স্থানীয় মাতব্বরদের কাছে বিচার না পেয়ে ক্ষোভ-অভিমানে গৃহবধূ ও তার স্বামী প্রকাশ্যে বিষপান করেন। চার দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিয়ে অর্থ সংকটে বাড়ি ফেরেন তারা। বুধবার বাড়িতেই মারা যান ওই গৃহবধূ।
কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, এ ঘটনায় শুক্রবার রাতেই মামলা হয়েছে। পুলিশ রাতভর অভিযান করে ঘটনার দুইজন মূলহোতা এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে। অভিযান এখনও অব্যাহত রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের সবাইকে জিজ্ঞাসা করা হবে।