শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাকুয়াকাটায় সৈকতের শত শত গাছ উপড়ে গেছে, হুমকির মূখে জীববৈচিত্র্য

কুয়াকাটায় সৈকতের শত শত গাছ উপড়ে গেছে, হুমকির মূখে জীববৈচিত্র্য

মিজানুর রহমান বুলেট: ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও এর প্রভাবে যে ক্ষতি হয়েছে তা বয়ে বেড়াতে হবে বহুদিন। রিমাল শেষ করে দিয়েছে কুয়াকাটা সৈকতের পাশে দাঁড়িয়ে থাকা শত-শত গাছ। যে গাছ উপকূলের মানুষের বন্ধু হয়ে সব ঝড় জলোচ্ছ্বাসে বুক পেতে দিয়েছে। বুক পেতে ঝড়ের পুরো আঘাত নিজ বুকে সয়ে নিয়ে রক্ষা করে এ উপকূলকে।যে মায়ের আঁচলে বেধে রাখার মতই মমতা আর ভালোবাসা দেখিয়েছে। নিজে মরে বাঁচিয়েছে এ জনপদকে। সেই গাছগুলে এবারের ঘূর্ণিঝড় রিমালের কারনে ক্ষতবিক্ষত হয়ে পড়ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে মাত্র ২ কিঃমি দূরে কুয়াকাটা জাতীয় উদ্যান। এ উদ্যানে ছিল শতশত ঝাউগাছ, কেওড়া ও শাল গাছ। পর্যটকরা এসে ছায়াতলে বসে সমুদ্রের গর্জন শুনা আর নির্মল বাতাসে বসে সমুদ্র উপভোগ করত। সেই জাতীয় উদ্যান সমুদ্রের মাঝে বিলিন হয়ে গেছে। গাছগুলো এবড়ো থেবড়ো পড়ে আছে। নিরবে কান্না করছে মনে হয়। যে দেখতে যায় তার চোখ ছলছল করে জলে। প্রিয়জন হারানোর মতই দুঃখ ঘিরে ধরে।

জাতীয় উদ্যান থেকে শুরু করে গঙ্গামতি পর্যন্ত সারি সারি গাছ সৈকতে পড়ে আছে। যে কারোই বুক কেঁপে উঠবে এমন দৃশ্য দেখে।

দূর্যোগ আর বিপাকে বরাবরই উপকূলের ঢাল হিসেবে ছিল এসব বনজঙ্গলের নানা গাছ গাছালি। যা পূর্বের যে কোন ঝড় ঝাপটায় প্রমান দিয়ে চলছে। সিডর,আইলা,ফনি,নার্গিস,মহাসেন,ফণি,বুলবুল,আম্পান,মখা,বুলবুল ও এবারের ঘূর্ণিঝড় রিমাল। সব সময় ঘূর্ণিঝড়ে মাথা উচু করে নিজের ক্ষতি করে বাঁচিয়েছে উপকূলকে।

পরিবেশ সংগঠন বেলা’র কলাপাড়া উপজেলার নেটওয়ার্ক মেম্বর সিনিয়র সাংবাদিক মেজবাহ মান্নু বলেন, গাছ আমাদের ছায়া। বারবার গাছের উপর আঘাত আসাটা হুমকি স্বরুপ। এখনোই বিজ্ঞানভিত্তিক গবেষণা দরকার। যেভাবেই হোক গাছগুলো রক্ষা করা দরকার। আমাদের দাবি যে গাছ গুলো উপড়ে পড়েছে সেগুলো যাতে অপসারণ না করা হয়। নতুন ভাবে গাছ লাগানো ও পরিচর্যা করার এখনি সময় এসেছে।

 

পটুয়াখালী উপ- বন সংরক্ষক মো. সফিকুল ইসলাম বলেন,যে ক্ষতি হয়ে গেছে তা অপূরনীয়। যে গাছ গুলে পড়ে গেছে তা আমরা ঐখান থেকে সরাবোনা। তাতে সয়েল ইরোসন কম হবে। ন্যাচারলি রিকভারি হবে। রিকভারি প্লান হিসেবে আমরা ঝাউ গাছ লাগাব এ বছরি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments