জয়নাল আবেদীন: নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন মাগুড়াস্থ এলাকা হতে চাঁদাবাজ চক্রের মূল হোতা খায়রুল আলম সহ ৪ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৩’র চৌকষ একটি দল ।
র্যাব-১৩’র মিডিয়া অফিসার মাহমুদ বশির সাংবাদিকদেও জানিয়েছেন , নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন মাগুড়াস্থ এলাকায় চাঁদাবাজ চক্রের মূল হোতা মোঃ খায়রুল আলমের নেতৃত্বে তার সহযোগিরা দীর্ঘদিন যাবত বিভিন্ন পণ্যবাহী ট্রাক, মিনিট্রাক, কাভার্ড ভ্যান, বাস, মিনিবাস, মাইক্রো, অটো, সিএনজি থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। চাঁদা না দিলে বিভিন্ন প্রকার ভয়ভীতি এবং হুমকি প্রদান করে। এরই বিভিন্ন অভিযোগের কারণে গত সোমবার রাত ১১টায় রংপুরগামী পণ্যবাহী ট্রাক থামিয়ে চাঁদাবাজগণ চাঁদা আদায়ের সময় চাঁদা চক্রের মূল হোতা নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার মাগুড়া নদীরপাড় গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে মোঃ খায়রুল আলম, মোঃ শুকারু মাহমুদ, মোঃ রশিদুল ইসলাম ও মৃত আজিজুল হকের ছেলে মোঃ ইয়াকুব আলীকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় র্যাব বাদী হয়ে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামীদেরকে থানায় হস্তান্তর করেছে।