বাংলাদেশ প্রতিবেদক: চাঁদপুরের হাজীগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে স্বামী-স্ত্রীসহ তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোজাম্মেল হোসেন (৪৫), তার স্ত্রী পিংকি (৩০) ও সবুজ হাওলাদার (২৭)।
পুলিশ ও স্বজনরা জানান, হাজীগঞ্জে বাকিলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ। এতে ঘটনাস্থলে সবুজ এবং হাসপাতালে নেওয়ার পথে পিংকি ও তার স্বামী মোজাম্মেল মারা যান। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ট্রাক ও অটোরিকশা থানায় আনা হয়েছে। সুরতহাল রিপোর্ট করে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।