রবিবার, মার্চ ১৬, ২০২৫
Homeসারাবাংলাচাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

বাংলাদেশ প্রতিবেদক: চাঁদপুরের হাজীগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে স্বামী-স্ত্রীসহ তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোজাম্মেল হোসেন (৪৫), তার স্ত্রী পিংকি (৩০) ও সবুজ হাওলাদার (২৭)।

পুলিশ ও স্বজনরা জানান, হাজীগঞ্জে বাকিলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ। এতে ঘটনাস্থলে সবুজ এবং হাসপাতালে নেওয়ার পথে পিংকি ও তার স্বামী মোজাম্মেল মারা যান। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ট্রাক ও অটোরিকশা থানায় আনা হয়েছে। সুরতহাল রিপোর্ট করে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments