কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ইসলাম ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। সোমবার সকাল সাতটায় কলাপাড়া পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এ নামাজের ইমামতি করেন বড় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ। এ নামাজে অংশগ্রহণ করেন দুর্যোগ ব্যবস্থাপন ত্রাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি।
এছাড়া উপজেলার প্রায় সহস্রাধিক জামে মসজিদ ও মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল থেকেই জেলার প্রতিটি গ্রাম থেকে শুরু করে পাড়া মহল্লায় বিরাজ করছে উৎসবের আমেজ। আল্লাহর সন্তুষ্টির অশায় পশু কোরবানীর মাধ্যমে দিনটি উদযাপন করছেন ধর্মপ্রান মুসল্লীরা।