শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাঈদের দ্বিতীয় দিনে পর্যটকদের পদচারনায় মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত

ঈদের দ্বিতীয় দিনে পর্যটকদের পদচারনায় মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত

এ এম মিজানুর রহমান বুলেট : ঈদের দ্বিতীয় দিনে পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। মঙ্গলবার সকাল থেকে সৈকতে এ সকল পর্যটকের আগমন ঘটে। আগত পর্যটকরা সৈকতের বেলাভূমিতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে সমুদ্র তটে আছড়ে পড়া ছোট বড় ঢেউয়ের সঙ্গে জলকেলীতে মেতেছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। অনেকে আবার ঘুরে দেখছেন তিন নদীর মোহনা ঝাউবাগান, শুটকি পল্লী ও গঙ্গামতি সহ বিভিন্ন পর্যটন স্পট। পর্যটকদের আনাগোনা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেড়েছে বিক্রি। তবে বিগত বছরগুলোর তুলনায় এ বছর সৈকত এলাকায় খুব কম সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে বলে দাবি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের।

বেঞ্চী ও স্প্রীটবোট ব্যবসায়ী মো: ব্যবসায়ী খলিফা বলেন, আজকে অনেক পর্যটক বেড়েছে। এ সপ্তাহে আরও বাড়বে।

হোটেল মোটেল অউনার এসোসিয়েশন সাধারণত সম্পাদক মোঃ মোতালেব শরীফ জানান, আজকে ভাল পর্যটক আসছে এবং ফোনেও রুম বুকিং হচ্ছে। গরমটা কমলে আরো পর্যটকের আগমন ঘটবে।

বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, পর্যটকের নিরাপত্তারয় আমরা উপজেলা প্রশাসন ও মহিপুর থানা পুলিশ, কুয়াকাটা টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত আছি। আগতদের সার্বিক নিরাপত্তায় মাঠে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশ ও নৌপুলিশের সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments