রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাতাহিরপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় এক দোকানিকে কুপিয়ে হত্যা, আটক ১

তাহিরপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় এক দোকানিকে কুপিয়ে হত্যা, আটক ১

আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাকীতে সিগারেট না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এক দোকানিকে কুপিয়ে হত্যা করেছে করা হয়েছে, সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে একজন কে গ্রেফতার করেছে।

শুক্রবার( ২১জুন)সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের, বাদাঘাট -তাহিরপুর রাস্তা সংলগ্ন হোসনারঘাট গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত দোকানী এ উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট -তাহিরপুর রাস্তা সংলগ্ন হোসনাঘাট গ্রামের সাজিদ মিয়ার ছেলে এমরান মিয়া(২৩)।

জানাযায় এই হত্যাকাণ্ডের পর হত্যাকারী একই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে লিটন মিয়া(৩৪) পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় গ্রাম বাসীর সহযোগিতায় তাহিরপুর থানা পুলিশ ঘটনার এক ঘন্টা পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
স্থানীয় এলাকাবাসীর তথ্যসুত্রে জানাযায় হত্যাকারী লিটন এমরানের প্রতিবেশী প্রয়াসেই এমরানের দোকান থেকে সিগারেট সহ অন্যান্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বাকী-নগদে ক্রয় করতো। ঘটনার দিন শুক্রবার সকালে লিটন ঘুম থেকে উঠে এমরানের দোকানে সিগারেট এর জন্য গেলে বকেয়া টাকা পরিশোধ না করায় এমরান লিটিন কে বাকীতে সিগারেট দিতে রাজি না হলে লিটন ও এমরানের কথা কাটাকাটি হয়, এর এক পর্যায়ে লিটন ক্ষিপ্ত হয়ে তার বসতঘর থেকে দাড়ালো দা এনে দোকানে ঢুকে এমরান কে মাটিতে ফেলে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এই সময় দোকানের পাশেই এমরানের বসতঘরে এমরানের পিতা ঘুমিয়ে ছিল,হঠাৎ বাঁচাও বাঁচাও বলে এমরানের চিৎকার শুনে তার বাবা দোকানে এসে দেখে লিটন এমরান কে কুপিয়ে চলে যায়।এই সময় নিহত এমরানের বাবার চিৎকার শুনে আশপাশের লোক জন এসে তাকে উদ্ধার করে তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জানা যায়, নিহত দোকানী লিটন এর তিন জন সন্তান রয়েছে স্ত্রী অন্তঃসত্ত্বা তার বাবা চোখে দেখে না, একমাত্র লিটনেই ছিল এই পরিবারের উপার্জনশীল।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ ওসি নাজিম উদ্দীন জানান খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে হত্যাকারী লিটন কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments