বাংলাদেশ প্রতিবেদক: পর্নোগ্রাফির মামলায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হোসেন হীরাকে (২৮) ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে তাকে গ্রেপ্তার করে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সদর থানার ওসি মো. গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার হীরার দ্বিতীয় স্ত্রী দাবি করে কলেজপড়ুয়া এক ছাত্রী কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে মামলাটি করেন। এ মামলার অপর দুই আসামি হলো– হীরার মামা জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন (২৮) ও তার বড় ভাই জেলার সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মোল্লা বাবু (৪৩)।
হীরার বাড়ি নেত্রকোনায় হলেও থাকেন মামার বাড়ি কিশোরগঞ্জের বয়লা তারাপাশা এলাকায়।
ওসি গোলাম মোস্তফা বলেন, হীরার বিরুদ্ধে কিশোরগঞ্জে পর্নোগ্রাফির মামলা ছাড়া আর কোনও মামলা নেই। তবে নেত্রকোনায় একাধিক মামলা রয়েছে।
মামলার এজাহারে জানা গেছে, একটি কলেজের ভুক্তভোগী ছাত্রীকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপন করে হীরা। এর ভিডিও ধারণ করে রাখেন তিনি। একপর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে হীরা কাজী অফিসে গিয়ে গত বছরের ৮ জুন বিয়ে করলেও কাবিননামা দেননি। প্রথম স্ত্রী থাকার কথাও গোপন করার অভিযোগ করেছেন ভুক্তভোগী।
মামলায় বাদীর ভাষ্য, হীরা ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করত। মেয়েটি তার বাবার কাছ থেকে দু’দফায় ৫ লাখ টাকা এনে দেন। এসব ঘটনা হীরার দুই মামা সুমন ও বাবুলকে জানালে তারাও হুমকি দিয়ে বলেন, বাড়াবাড়ি করলে তাঁকে শহরে থাকতে দেওয়া হবে না। ছাত্রলীগ সভাপতি সুমনও হুমকি দিয়ে দু’টি দামি মোবাইল ফোন এবং সুমনের বড় ভাই বাবুল ৩ লাখ টাকা আদায় করেন।
জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ছড়িয়ে পড়লে তা মেয়েটির নজরে আসে। এ ঘটনায় রোববার আদালতে তিনি মামলা করলে বিচারক আশিকুর রহমান সদর থানাকে এফআইআর গ্রহণের নির্দেশ দেন। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি গোলাম মোস্তফা জানিয়েছেন।