স্বপন কুমার কুন্ডু: মাদক সেবনের সাথে এবং টাকার জন্য ছাত্রাবাসের রুমে আটক করে ভয়ভীতি দেখাতে গিয়ে উত্তেজিত হয়ে কিশোর তপু হোসেনকে (১৪) হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খুনের সাথে সম্পৃক্ত তিনজনের মধ্যে জয়নাল আবেদিন জয় (২০) ও ঈশা খলিফা (১৯)কে পুলিশ গ্রেফতার করেছে। অপর ঘাতক সোহেল (২২) পলাতক। সোমবার (২৪ জুন) সন্ধ্যার পর পাবনার আদালতে আটক আসামীদ্বয় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মাসুদ আলম।
নিখোঁজের সাতদিন পর গত শনিবার (২২ জুন) রাত দুইটার দিকে ঈশ্বরদী সরকারী কলেজের পেছনে মশুরিয়াপাড়াস্থ অরণ্য ছাত্রাবাসের তিন তলার ৩০৫ নং করে ট্রাংকে অর্ধগলিত অবস্থায় কিশোর তপুর লাশ উদ্ধার করা হয়। এর আগে ১৫ জুন দুপুরের দিকে কিশোর তপু হোসেন নিখোঁজ হয়। নিহত তপু হোসেনের বাবা আবুল কাশেম প্রামানিক বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ খুনের প্রকৃত ঘটনা এখনও রহস্যাবৃত। যদিও পুলিশ বলছে, মাদক সেবনের দ্বন্দ্ব এবং মুক্তিপণের টাকা আদায়ের জন্য তপুকে খুন করা হয়েছে। তবে স্থানীয়রা বলছেন পেছনে অন্য কোন ঘটনা রয়েছে। পলাতক আসামী সোহেল গ্রেফতার হলে প্রকৃত রহস্য উন্মোচিত হবে।
হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশী তদন্তে উঠে আসে ঈশ্বরদী সরকারী কলেজের পেছনে মশুরিয়াপাড়াস্থ রিক্সাচালক আবুল কাশেম প্রামানিকের ছেলে নিহত তপু হোসেন ও একই এলাকার রাজন খলিফার ছেলে ঈশা খলিফাা দুইজন বন্ধু। তারা এক সাথে চলাফেরা করতো। তাদের সাথে পরিচয় ঘটে রাজশাহীর বাঘার চক রাজাপুর এলাকার আবুল হোসেনের ছেলে এবং অরণ্য ছাত্রাবাসের ম্যানেজার সোহেলের সাথে। সোহেলের মাধ্যমেই ওই ছাত্রাবাসে থাকা পাবনার আতাইকুলা থানার দুবলিয়া এলাকার জিয়াউর রহমানের ছেলে এবং আতাইকুলা থানার হত্যা মামলার প্রধান আসামী মাদকাসক্ত জয়নাল আবেদিন জয়ের সঙ্গে পরিচয় হয়। ওই ছাত্রাবাসে থাকা আরেক ছাত্রের মোবাইল ফোন চুরি করে জয়। ঘটনার দিন (১৫ জুন) বেলা সাড়ে তিনটার দিকে ওই ফোন দিয়েই তপুকে অরণ্য ছাত্রাবাসে জয় ডেকে আনে। সেখানে তপু ও জয় দুজনে মিলে গাঁজা সেবন করে। এরইমধ্যে সোহেল ও ঈশা খলিফা ওই কে প্রবেশ করে দরজা আটকিয়ে দেয়। এরপর তারা তপুর মোবাইল ফোনটি কেড়ে নেয়। তখন তপু চিৎকার করার চেষ্টা করলে সোহেল পেছন থেকে তপুর মুখ চেপে ধরে। আর ঈশা খলিফা ওই কে থাকা ধারালো ছুরি দিয়ে বুকে উপর্যুপরি আঘাত করলে তপু মারা যায় । পরে জয়ের প্যান্টের বেল্ট দিয়ে তপুর হাত বেঁধে বস্তার মধ্যে ভরে রাখে। তারা চাদর দিয়ে রক্ত পরিস্কার করে। হত্যার আলামত নষ্ট করতে তারা চাদরটিকে ধুয়ে পরিস্কার করে শুকিয়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে ফেলে। একইসাথে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরিটি সাবান ও ডিটারজেন দিয়ে ধুয়ে ফেলে এবং বালু দিয়ে পরিস্কার করে। হাতে গ্লোভস পরে ছুরির হাতল সিরিস কাগজ দিয়ে ঘষে। পরে ছুরিটি পলিথিনে ভরে লুকিয়ে রাখে।
সোহেলকে ওই রুমে রেখে তপুর মোবাইল ফোন নিয়ে জয় এবং ঈশা খলিফা বের হয়ে যায়। ঈশা খলিফা নিজের বাড়ি থেকে একটি টিনের ট্রাংক ও পলিথিন নিয়ে আসে। সোহেল ও ঈশা নিহত তপুর মরদেহটি ট্রাংকে ভরে রাখে। সোহেল ঘটনার দিন থেকে কোরবানির ঈদ পর্যন্ত ওই রুমে থেকে পরের দিন বাড়ি চলে যায়।
এদিকে জয় সুকৌশলে হত্যাকান্ডের ঘটনাকে অপহরণ বলে চালানোর জন্য চুরি করা মোবাইলে তপুর সিম ঢুকিয়ে বাবা আবুল কাশেমের নিকট থেকে মুক্তিপন হিসেবে ৩০ হাজার টাকা বিকাশের মাধ্যমে দাবি করে। ছেলের বিপদের কথা ভেবে বাবা আবুল কাশেম ওই নম্বরে খরচসহ ১০ হাজার টাকা পাঠায়। এরপরই ফোনটি বন্ধ হয়ে যায়। ফোনটি পরে দাশুড়িয়ার একটি জঙ্গলময় পুকুরে ফোনটি ফেলে দেয় জয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদক সেবন ও মুক্তিপণের টাকার জন্য তপুকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যায় জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আরেক আসামী সোহেলকে গ্রেফতারের চেষ্টা চলছে। সোহেল গ্রেফতার হলে এর পেছনে আরও কোন ঘটনা আছে কিনা তা উদ্ঘাটন হতে পারে। সোমবার (২৪ জুন) রাতে ২ ঘাতক আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।