কায়সার হামিদ মানিক: ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুজন নিহত হয়েছে।। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন,১১ নম্বর ক্যাম্পের এফ/১ ব্লকের দিল মোহাম্মদ এর ছেলে মো. আনোয়ার হোসেন (২১)স্থানীয় মোঃ আলম এর ছেলে সিফাত (১৩)।
বুধবার (৩ জুলাই) ভোররাতে উখিয়ার ক্যাম্পের-১১ও ৮-এ পাহাড় ধসের এ দূর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্প- ১১ এর এফ/০১ ব্লকে ও রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৮ ইস্ট, ব্লক-৪১ বালুখালীতে চলমান ভারী বৃষ্টিতে পাহাড়ের উপরে থাকা শেল্টার ধসে মো. আনোয়ার হোসেন নামের একজন রোহিঙ্গা পাহাড়ের মাটিতে চাপা পড়ে নিহত হয়। এছাড়াও স্থানীয় সিফাত (১৩) নামের এক শিশু মামার শেডে বেড়াতে এসে মাটি চাপা পড়ে নিহত হয়। সে লেদা টাওয়ারের পশ্চিম পাশে টেকনাফ এলাকার মোহাম্মদ আলমের ছেলে বলে জানা গেছে।
ওসি আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্প ১ ইষ্ট ওয়েস্ট ৩.৪.৬.৭.১১.১২.এবং ২০ এক্স এ বিভিন্ন ব্লকে বৃষ্টির পানিতে প্রায় শতাধিক শেল্টার ক্ষতিগ্রস্ত ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। ক্যাম্পে সিআইসিদের নির্দেশক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের লার্নিং সেন্টারে ও এনজিও অফিসসহ সুবিধাজনক স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. রফিক বলেন, ‘ক্যাম্পে পাহাড়ের পাদদেশে অধিকাংশ রোহিঙ্গাদের বসতি। ফলে ভারী বৃষ্টিতে প্রাণহানির ঘটনা ঘটছে।
নিরুপায় হয়ে রোহিঙ্গারা ঝুঁকি নিয়ে বসবাস করছে। এভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে তাদের নিরাপদ স্থানে সরিয়ে না নিলে ক্যাম্পে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।
এর আগে গত ১৯ জুন উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের একাধিক জায়গায় পাহাড়ধসে দুই বাংলাদেশি স্থানীয় বাসিন্দা এবং ৮ জন রোহিঙ্গার মৃত্যুর ঘটনা ঘটে।