রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
Homeসারাবাংলাউন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে এক হয়ে কাজ করতে হবে : রংপুরে...

উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে এক হয়ে কাজ করতে হবে : রংপুরে নবাগত পুলিশ সুপার

জয়নাল আবেদীন: রংপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপিএম) বলেছেন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের এক সাথে কাজ করতে হবে। সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং যেখানেই থাকনা কেনো সমন্বিতভাবে কাজ করে তাদের উৎখাত করতে হবে।তাদের জন্য রংপুর জেলায় (পূর্বেরন্যায়) জিরো টলারেন্স থাকবে।

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি । এর আগে ৮ জুলাই সোমবার রংপুর জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।এ সময় পুলিশ সুপার আরো বলেন, আপনারা সাংবাদিগণ আপনাদের অবস্থান থেকে পেশাদারিত্বের সহিতআপনাদের কার্যক্রম পরিচালনা করবেন, সন্ত্রাস-মাদক সম্পর্কে ব্যপকভাবে তথ্য প্রচার করবেন। পেশাদারিত্বের মাধ্যমে মানুষকে সচেতন করবেন, আমরা আমাদের অবস্থান থেকে মানুষকে সচেতন করবো। তাই আসুন আপনারা আমরা উভয়পক্ষের পেশাদারিত্বেও মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এগিয়ে আসি জেলা পুলিশ সুপার আরো বলেন বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম যদি চলমান থাকে তবে আইনশৃঙ্খলার অবনতি হয়, যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকে তবে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নষ্ট হয়ে যায়, তারা পিছিয়ে যায়। আর যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে তবে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ঠিক থাকবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। আর বিদেশি বিনিয়োগ দিয়েই বাংলাদেশ এগিয়ে নিতে হবে।

নব্য পুলিশ সুপার বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতেআসুনআমরা এক হয়ে কাজ করি, সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং সম্পর্কে কোন তথ্য থাকলে আমাদের জানান,আপনারা আমরা সকলে মিলে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলি।মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাজিয়া ছাড়াও এ সার্কেল, বি সার্কেল, সি সার্কেল, ডি সার্কেল সহ পুলিশের কর্মকর্তা ও রংপুওে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments