রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলারংপুর মহানগর রণক্ষেত্রে পরিণত, আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন

রংপুর মহানগর রণক্ষেত্রে পরিণত, আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন

জয়নাল আবেদীন: বৃহস্পতিবার দফায় দফায় সাধারণ শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষে রংপুর মহানগর রণক্ষেত্রে পরিণত হয়েছে। সকাল থেকে রংপুরের সর্বস্তরের শিক্ষার্থীরা রংপুর জিলা স্কুল শহরের বিভিন্নস্থানে জড়ো হতে থাকে।এরপর বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা জাহাজ কোম্পানি হয়ে রংপুর মর্ডান মোড়ে আসে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও রাস্তায় নেমে আসে। দুপুর ১টার সময় শিক্ষার্থীরা রংপুরের তাজহাট থানা আক্রমণ করতে গেলে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়তে থাকে।

এ সময় শিক্ষার্থীরা পিছিয়ে আসে কিছুক্ষণ পর আবারও শিক্ষার্থীরা একত্রিত হয়ে থানায় যেতে চাইলে পুলিশ আবারও রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়তে থাকে।শিক্ষার্থী ও পুলিশের মধ্যে বেশ কয়েক দফা সংঘর্ষ হয়। রাবার বুলেট ছুড়ে। এতে প্রায় ১০জন শিক্ষার্থী আহত হন। এ সময় শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে।এদিকে জাহাজ কোম্পানি, পার্কমোড়, মডার্ন রাস্তায় রাস্তায় শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে শাটডাউন কর্মসূচি পালন করে। এসময় শিক্ষার্থীরা বলেন, অধিকার আদায় করার জন্য রাস্তায় নামায় পুলিশ আমাদের শিক্ষার্থী ভাইকে গুলি করে হত্যা করেছে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব।

এদিকে রংপুরের বিভিন্ন স্থানে ভাঙচুর চালিয়েছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা। জাহাজ কোম্পানি মোড়, শাপলা চত্বর, বোরোবি সংলগ্ন পার্ক মোড়, তাজহাট থানা মোড়সহ নগরীর বিভিন্ন পয়েন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিকেল সাড়ে ৫টার দেকে জাহাজ কোম্পানি মোড়ে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ সময় ট্রাফিক সিগন্যাল বাতি, সিসি টিভি ক্যামেরা ভাঙচুর করেন আন্দোলনকারীরা।এরপর পৌনে ৬টার দিকে জাহাজ কোম্পানি মোড়ের পাশে বাটার গলিতে জেলা ছাত্রলীগের কার্যালয় এবং জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আসবাবপত্রে আগুন দেওয়া হয়। এ সময় ছবি তুলতে গেলে সাংবাদিকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারীদের। এদিকে সন্ধ্যা ৬টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বিশাল মিছিল বের করেন। নগরীর সিটি পার্ক মার্কেট থেকে মিছিলটি শুরু হয়। মিছিল থেকে কোটাবিরোধী আন্দোলন নিহত শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন শ্লোগান দেন নেতাকর্মীরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments