শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাইসিবি ও মিরপুর-১০ এ জড়ো হয়েছে বিক্ষোভকারীরা

ইসিবি ও মিরপুর-১০ এ জড়ো হয়েছে বিক্ষোভকারীরা

বাংলাদেশ প্রতিবেদক: কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে ছাত্র হত্যার বিচার এবং গণগ্রেফতারের প্রতিবাদে রাজধানীর ইসিবি ও মিরপুর-১০ এ বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার বিকেল ৫টার দিকে ইসিবি চত্বরে দেখা যায়, সহস্রাধিক শিক্ষার্থী সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করছে। ওই সময় বিচারের দাবিতে নানা স্লোগান দিতে দেখা যায়।

দুপুর ৩টা থেকে সাড়ে ৩টার দিকে সেখানে তারা জড়ো হতে থাকে।

তাদের দাবি, ছাত্র হত্যার বিচারের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেয়া নয় দফা দাবির বাস্তবায়ন।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে শিক্ষার্থীরা অবস্থান নিলেও সড়কে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

এদিকে মিরপুর-১০ এর গোলচত্বরে পুলিশ বক্সের পাশেও শিক্ষার্থীদের অবস্থান নিতে দেখা গেছে।

বিবিসি বাংলার সংবাদদাতা জানান, বিকেল ৫টার দিকে সেখানে দুই থেকে তিন শ’ শিক্ষার্থীর অবস্থান দেখা গেছে। তবে ওই সময় পর্যন্ত তারা রাস্তা বন্ধ করেনি।

শিক্ষার্থীদের দাবি, কোটা আন্দোলনকে কেন্দ্র করে মৃত্যুর বিচার করতে হবে। একইসাথে গণগ্রেফতার বন্ধ করতে হবে।

মিরপুর-১০ এ পুলিশ অবস্থান নিলেও শিক্ষার্থীদের তারা বাধা দিচ্ছে না। তবে তারা সতর্ক অবস্থানে রয়েছে।
সূত্র : বিবিসি

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments