শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাজয়পুরহাটে বৃষ্টি ও পুলিশের বাঁধা উপেক্ষা করে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে গণ...

জয়পুরহাটে বৃষ্টি ও পুলিশের বাঁধা উপেক্ষা করে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে গণ মিছিল করেছে

এস এম শফিকুল ইসলাম: কোটা সংস্কার আন্দোলনের সময় সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে জয়পুরহাটে বৃষ্টি ও পুলিশের বাঁধা উপেক্ষা করে গণমিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। জুমার নামাজ শেষে সড়ক থেকে পুলিশ এক শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায়। এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনের তোপে পড়ে ওই শিক্ষার্থীকে পুলিশ ছেড়ে দিলে আন্দোলনকারী সড়ক অবরোধ তুলে নেয়।

আজ শুক্রবার (২ আগস্ট) পুর্ব ঘোষিত অনুযায়ী জয়পুরহাটে শিক্ষার্থীরা জুমার নামাজ শেষে শহরের রামদেও সরকারি বাজলা স্কুলের সামনে সমবেত হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই সেখানে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়। ধীরে ধীরে শিক্ষার্থীরা সমবেত হওয়ার চেস্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা ২ টার দিকে শহরের আমতলী এলাকা থেকে জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী নাজমুস সাকিবকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর শিক্ষার্থীরা স্থান পরিবর্তন করে শহরের নতুন হাট এলাকায় সমবেত হয়। সেখান থেকে গণ মিছিল নিয়ে শহরের বাটার মোড়ে এসে মুল সড়কে অবরোধ করে। এরপর শিক্ষার্থীরা আটক শিক্ষার্থীকে দ্রুত ছেড়ে দেওয়ার আল্টিমেটাম বেঁধে দেয়। এরপর পুলিশ আটককৃত নাজমুস সাকিবকে ছেড়ে দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। প্রায় ঘন্টাব্যাপী অবরোধ চলাকালীন সড়কের দুপাশে যানবাহন আটকা পড়ে।

এসময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। স্লোগানগুলোর মধ্যে ছিল, ‘তোমার কোটা তুমি নাও, আমার ভাইকে ফিরিয়ে দাও’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই,

জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, মিছিলের পুর্ব মুহুর্তে একজনকে আটক করা হয়েছিল। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করে আটক শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে। শহরের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments