বাংলাদেশ প্রতিবেদক: ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনকে (৫৫) পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই সময় আক্তার মিয়া (৪০) নামের তার গাড়ি চালককেও কুপিয়ে হত্যা করা হয়। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। আক্তার মিয়ার বাড়ি সদর উপজেলার ভুপতিপুর গ্রামে।
বিকেলে কতিপয় দুর্বৃত্ত শহরের স্টেডিয়াম পাড়া এলাকায় শহিদুল ইসলাম হিরনের বাড়িতে হামলা চালায়। সে সময় তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে বাড়ির সামনে থাকা তার গাড়ি চালক আক্তার মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর সন্ধ্যায় ওই বাড়ি থেকে শহিদুল ইসলাম হিরনের পোড়া ও রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়।