বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
Homeসারাবাংলাআওয়ামী লীগ নেতার ভবনে আগুন, ৬ শিক্ষার্থীর লাশ উদ্ধার

আওয়ামী লীগ নেতার ভবনে আগুন, ৬ শিক্ষার্থীর লাশ উদ্ধার

বাংলাদেশ প্রতিবেদক: লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের পুড়ে যাওয়া ভবন থেকে ছয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দিবাগত মধ্যরাতে শহরের থানা রোড এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ভবন থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

সোমবার বিকালে শতাধিক বিক্ষুব্ধ লোকজন আওয়ামী লীগ নেতা সুমন খানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় সুমন খানের পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।

জানা গেছে, ভবনটির চতুর্থ তলার বাথরুমে তিনটি ও একটি কক্ষের মেঝেতে তিনটি অগ্নিদগ্ধ লাশ পাওয়া যায়। এদের মধ্যে পাঁচজনকে শনাক্ত করা সম্ভব হলেও একজনের পুরো শরীর পুড়ে যাওয়ায় তার পরিচয় এখনো জানা যায়নি।

নিহত শিক্ষার্থীরা হলেন, লালমনিরহাট পৌরসভার হাড়িভাঙ্গা এলাকার বাসিন্দা ও জেলা যুবদলের সাবেক সভাপতি মৃত খোকন মিয়ার ছেলে অনার্স প্রথম বর্ষের ছাত্র তন্ময় মিয়া (২০), পৌরসভার নবীনগর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র জনি মিয়া (১৮), আদিতমারী উপজেলার খাতাপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র শ্রাবণ (১৮), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বড়ইপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে এইচএসসি পাশ রাদিফ হোসেন রুশ (১৭) ও একই জেলার রাজারহাট উপজেলার জয়কুমার গ্রামের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী রাজিব উল করিম (১৮) ।

নিহতের পরিবারের লোকজন জানায়, বিজয় মিছিলের পর থেকে শিক্ষার্থীরা নিখোঁজ ছিল। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শেষে রাত ২টার দিকে তারা সেনাবাহিনীর শরণাপন্ন হন। পরে রাত ৩টার দিকে সুমন খানের বাড়িতে তল্লাশি চালালে নিখোঁজ ৬ শিক্ষার্থীর পুড়ে যাওয়া লাশের খোঁজ মেলে। তারা দেখতে এসে আগুনে পুড়ে মারা যায় বলে অভিভাবকরা জানান।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলার সমন্বয়ক জাকারিয়া সমকালকে বলেন, তাদের আন্দোলন মূলত শহরের মিশনমোড় কেন্দ্রিক ছিল। মিশনমোড় এলাকার বাইরে যেতে শিক্ষার্থীদের বারণ করা হয়েছিল। এদের মধ্যে অতি উৎসাহী কিছু শিক্ষার্থী না বুঝে শহরের বিভিন্ন জায়গায় গিয়ে থাকতে পারে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুখ জানান, ময়নাতদন্ত শেষে পাঁচজনের লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অন্য জনের পরিচয় এখনো মেলেনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments