জি.এম.মিন্টু: যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের ১৪ বছর দখলে থাকা দলীয় কার্যালয়টির জমি ও ভবন দখল নিয়েছে জমির মালিক মোঃ আব্দুল হামিদ খানের ওয়ারেশ গণ। তারা ঐ ভবন ও জমি তারের বেড়া দিয়ে ঘিরিয়ে দখল বুঝে নিয়েছেন।
কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দখলে থাকা দলীয় কার্যালয়টি ২০০৮ সালের ২৯ ডিসেম্বর আওয়ামী লীগ দ্বিতীয় বারের মতো সরকার গঠনের সময়ে যশোর-৪ অভয়নগর বাঘারপাড়া ও যশোর-৬ কেশবপুর আসনের সাংসদ সদস্য ছিলেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের মনোনীত সংসদ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব। তিনি পরবর্তীতে জাতীয় সংসদের হুইপ মনোনীত হয়েছিলেন। সেই সময়ে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কোনো স্থানে জমি ও দলীয় কার্যালয় ছিলো না। তখন হুইপ শেখ আব্দুল ওহাব কেশবপুর পৌর শহরের কেশবপুর- পাঁজিয়া সড়কের উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিসের সামনে মরহুম আব্দুল হামিদের বিরোধপূর্ণ আদালতের বিচারাধীন মামলার ১২ শতক জমি জোরপূর্বক দখল করে উপজেলা আওয়ামী লীগের দোতলা ভবন বিশিষ্ট নিজস্ব দলীয় কার্যালয় তৈরি করেন। এবং ঐ জমির একটি অংশ তৎকালীন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা আক্তার নাহিদ ও উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসানের দখলে একটি অংশ ও জনৈক পুলিশ কর্মকর্তা মীর রেজাউল হোসেনের দখলে একটি অংশ রয়েছে।
স্থানীয় একাধিক সুত্রে জানাগেছে দেওয়ানী ৮১/১১ নং মোকদ্দমায় কেশবপুর সহকারী বিজ্ঞ জর্জ আদালতের ২১/০৮/২০২৬ রায়ে ও ২৮/০৮/২০১৬ তারিখের বিক্রয় অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের দখলে থাকা দলীয় কার্যালয়টি সহ ঐ জমির মালিক ছিলেন মরহুম আব্দুল হামিদ খানের ওয়ারেশ গণ। কিন্তু ক্ষমতাসীন দলের উপজেলা কার্যালয় হিসাবে দখলে থাকার কারণে তারা এতো দিন দখল নিতে পারেনি। অবশেষে বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরে উপজেলা আওয়ামী লীগের নিজস্ব দলীয় কার্যালয়টি আন্দোলন কারীরা বিক্ষোভ মিছিল করে ভাংচুর করে অগ্নী সংযোগে পুড়িয়ে দিয়েছে। এরপর গত ৭ আগষ্ট জমির ওয়ারেশগণ তারের বেড়া দিয়ে ঘিরে দখল নিয়ে একটি মালিকানা সুত্র সম্বলিত ব্যানার (পোস্টার) টাঙ্গিয়ে দিয়েছেন। এবিষয়ে বক্তব্য নিতে ঐ জমির মালিক গণ ও উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীদের মোবাইল নম্বর বন্ধ থাকার কারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।