বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
Homeসারাবাংলাশ্রীমঙ্গল থানায় পুলিশি কার্যক্রম শুরু

শ্রীমঙ্গল থানায় পুলিশি কার্যক্রম শুরু

মোঃ জালাল উদ্দিন: সেনাবাহিনীর সহায়তায় আজ থেকে শ্রীমঙ্গল থানাতে পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর শ্রীমঙ্গল-কমলগঞ্জ ইউনিটের ইনচার্জ মেজর মেজবার সহায়তায় শনিবার থেকে শ্রীমঙ্গল থানার তিনভাগের দুই ভাগ পুলিশ কাজে যোগদান করেছেন।

রবিবার বিকাল সাড়ে ৫ টার সময় শ্রীমঙ্গল-কমলগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মেজর মেজবা সাংবাদিকদের বলেন, আজ থেকে থানায় পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে ভুক্তভোগীরা তাদের অভিযোগ থানায় লিখিত আকারে দিতে পারবেন। তিনি সাংবাদিকদের নিকট অনুরোধ করেন জনগণের নিকট এই বার্তা পৌঁছে দিতে যে, পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা দিতে কাজ শুরু করেছে। এক্ষেত্রে সেনাবাহিনী পুলিশ ও জনগণের পাশে থাকবে।

শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল ইসলাম বলেন, শ্রীমঙ্গল পুলিশ তার পুরো কার্যক্রম দ্রুততম সময়ে আগের মতোই জনগণের জান-মাল রক্ষাসহ আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় ফিরে যাবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেব, শ্রীমঙ্গলস্থ র‌্যাব-৯ ক্যাম্পের অধিনায়ক এএসপি ইকরামূল, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিণয় ভূষন রায়সহ অন্যান্য সেনা সদস্যগন প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments