রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাগণভবন থেকে লুট হওয়া আট লাখ টাকাসহ সিন্দুক উদ্ধার

গণভবন থেকে লুট হওয়া আট লাখ টাকাসহ সিন্দুক উদ্ধার

বাংলাদেশ প্রতিবেদক: প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের ভেতর থেকে গত ৫ আগস্ট লুট হওয়া আট লাখ টাকাসহ একটি সিন্দুক উদ্ধার হয়েছে। সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়ের বাজার বটতলা এলাকা থেকে সিন্দুকটি উদ্ধার হয়।

র‌্যাবের একটি দায়িত্বশীল সূত্র আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এসময় বিক্ষুব্ধ জনতা গণভবনে হামলা ও লুটপাট চালান। তারা গণভবন থেকে টাকা, আসবাব, শাড়ি-গয়না, এমনকি হাঁস-মুরগিও লুট করে নিয়ে যান।

র‍্যাব সূত্র জানায়, গণভবন থেকে কয়েকজন মিলে একটি সিন্দুক নিয়ে যান। তাঁদের একজন কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। বাকি টাকা একজনের কাছে ছিল। এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে একজন ফোন করে সেনাবাহিনীকে টাকার তথ্য দেন। খবর পেয়ে সেনাবাহিনী ও র‍্যাব-২-এর একটি দল রায়ের বাজারের একটি বাড়ি থেকে ৮ লাখ টাকা উদ্ধার করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments