শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাউখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ ৩ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ ৩ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

কায়সার হামিদ মানিক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

এ সময় তাঁদের কাছ থেকে ২টি ওয়ান শুটারগান, ১টি দেশীয় তৈরি রিভালবার, ৩ রাইফেলের গুলি, ৪ রাউন্ড পিস্তলের গুলি ও ৩ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৭ ব্লকের মোঃ সিদ্দিকের ছেলে মোঃ রহিম (২৪), উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১০ ব্লকের সাবের আহমেদের ছেলে মোহাম্মদ নুর (২৭) ও উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকের মোহাম্মদ জাফরের ছেলে মোহাম্মদ ফয়েজ (৩২)।

মোহাম্মদ ফয়েজের বিরুদ্ধে উখিয়া থানায় চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানিয়েছেন।

বৃহস্পতিবার(১৫ আগস্ট) রাত সাড়ে ১১টার সময় উখিয়ার বালুর মাঠ পুলিশ ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

১৪ এপিবিএনের সহ অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ আরেফিন জুয়েল শুক্রবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ধৃত আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। এদের বিরুদ্ধে মামলা রুজুর করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments