বাংলাদেশ প্রতিবেদক: পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলি করে দুই ছাত্র হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। রোববার ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান। ভিডিও দেখে আসামি নিজেকে শনাক্ত করেছেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার সোহেল খান (২৮) সদর উপজেলার নলদহ এলাকার বাসিন্দা। অভিযোগ রয়েছে, হত্যা মামলার প্রধান আসামি আবু সাঈদ খাঁনের অন্যতম সহযোগী ছিলেন সোহেল। তিনি মামলার সাত নম্বর আসামি। গত ৪ আগস্ট আন্দোলন চলাকালে গুলিতে শিক্ষার্থী জাহিদুল ইসলাম (১৯) ও মাহাবুব হাসান নিলয় (১৪) নিহত হন।
ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে পাবনা ক্যাম্পের একটি দল সদর উপজেলার নলদহ এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া সোহেল ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে ভিডিও ফুটেজে নিজেকে শনাক্ত করেন।
কোম্পানি কমান্ডারের ভাষ্য, গত ১১ আগস্ট নিহত শিক্ষার্থী জাহিদুলের বাবা দুলাল উদ্দিন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। এতে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ারা ইউপির সাবেক চেয়ারম্যান আবু সাঈদ খাঁনকে প্রধান আসামি করেছেন।
মামলায় সদর আসনের সাবেক এমপি গোলাম ফারুক প্রিন্স, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহিম লাল, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সদিকসহ ১০৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করা হয়েছে।