স্বপন কুমার কুন্ডু: ৫ই আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মূখে সরকার পতনের পর ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার ও পৌর মেয়র ইসাহক আলী মালিথাসহ প্যানেল চেয়ারম্যান ও মেয়র অননুমোদিত ভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় উপজেলা পরিষদ ও পৌর কার্যালয়ের অনেক ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে।
এই অচলবস্থা নিরসনে গত ১৪ আগস্ট স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ এবং পৌর মেয়রের অনুপস্থিতে পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম প্রশাসনিক দায়িত্ব পালন করছেন।
ঈশ্বরদী পৌর সভার পৌর নির্বাহী জহুরুল ইসলাম জানান, স্থানীয় সরকারের পরিপত্র অনুযায়ী পৌর মেয়রের অনুপস্থিতে পৌরসভার প্রশাসনিক দায়িত্ব পালন করছি।
এবিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ জানান, ১৪ আগস্ট স্থানীয় সরকারের পরিপত্র অনুযায়ী উপজেলা চেয়ারম্যানের অনুপস্থিতিতে চেয়ারম্যানের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করছি।