রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাশাহজাদপুরে নদীতে গোসল করতে নেমে কলেজ ছাত্র নিখোঁজ

শাহজাদপুরে নদীতে গোসল করতে নেমে কলেজ ছাত্র নিখোঁজ

বিমল কুন্ডু: শাহজাদপুর উপজেলার রাউতারা স্লুইস গেটে পিকনিকে এসে বড়াল নদীতে গোসল করতে নেমে সোয়াইব (২১) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরিদল দু’দিন ধরে চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। নিখোঁজ কলেজ ছাত্র সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘোষঘাঁতি গ্রামের আব্দুস সালামের ছেলে। সে ঢাকার ধানমন্ডি আইডিয়াল কলেজের প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্র।

জানা গেছে, ২৮ আগষ্ট বুধবার সকালে উল্লাপাড়া উপজেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নৌকাযোগে শাহজাদপুর উপজেলার রাউতারা স্লূইচ গেটে পিকনিক করতে আসে। একপর্যায়ে দুপুর ২ টার দিকে রাফি, মওদুদ, মাসুম ও সোয়াইব নামে ৪ শিক্ষার্থী স্লুইচ গেট সংলগ্ন বড়াল নদীতে গোসল করতে নামে । গোসল সেড়ে ৩ জন তীরে উঠতে সক্ষম হলেও প্রবল স্রোতে সাঁতার না জানা সোয়াইব (২১) পানিতে তলিয়ে যায় । এলাকাবাসী স্থানীয় জেলেদের সহযোগিতায় তাকে খুজে না পেয়ে ফায়ার স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরীদল দুদিন ধরে অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। এ ব্যাপারে ২৯ আগষ্ট বৃহস্পতিবার শাহজাদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার খোরশেদ আলম জানান, ঘটনাস্থলের চারদিকে খোজাখুজি করেও ওই ছাত্রের কোন সন্ধান পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে প্রবল স্রোতের কারনে তার মরদেহ ঘটনাস্থল থেকে অনেক দুরে চলে গেছে। এদিকে নিখোঁজ কলেজ ছাত্রের স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments