বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
Homeসারাবাংলাচাঁপাইনবাবগঞ্জে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ফেরদৌস সিহানুক শান্ত: জঙ্গি নাটক সাজিয়ে হত্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগি সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

ঘন্টাব্যাপি চলা মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বিগত আওয়ামী সরকারের আমলে গুম হওয়া ভুক্তভোগি শাহ আলাউদ্দিন, সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ হিল কাফি, নজরুল ইসলাম, মোহন, অপারেশন ঈগলহান্টে নিহত মসলা বিক্রেতা আবু স্ত্রী সুমাইয়া, আবুর পিতা আফসার আলী প্রমূখ।

বক্তাগণ অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে চাঁপাইনবাবগঞ্জের তৎকালীম পুলিশ সুপার টিএম মোজাহেদুল ইসলাম ভুক্তভোগিদের জঙ্গী আখ্যা দিয়ে গ্রেফতারের পর আয়নাঘরে নিয়ে নিমর্ম নির্চাতন চালিয়েছেন এবং একের পর এক মিথ্যা মামলায় জড়িয়েতাদের সুন্দর ভবিষ্যত নষ্ট করে দিয়েছেন।

এছাড়াও জেলার শিবগঞ্জ উপজেলার শিবনগরে জঙ্গী দমন অপারেশ ঈগলহান্ট নাম দিয়ে নিলহি মসলা বিক্রেতা আবুর বাড়িতে ৩দিন ধরে নাটক সাজিয়ে আবুসহ ৪জনকে গুলি করে হত্যার পর তার স্ত্রী সুমায়ার পায়ে গুলি করে তার শিশুসহ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

সেসময় থেকে ভুক্তভোগিরা মিথ্যা মামলা বয়ে বেড়াচ্ছে। তাই স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর ওই মামরাগুলো থেকে তাদের অব্যাহতি দিতে আহবান জানানো হয় মানববন্ধন থেকে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments