বাংলাদেশ প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কপালে গুলি লাগে শিক্ষার্থী মঞ্জুরুল হাসান রাজুর (২৫)। প্রাথমিক চিকিৎসা নিলেও টাকার অভাবে অস্ত্রোপচার না হওয়ায় কপালে গুলি নিয়ে কাতরাচ্ছেন এ শিক্ষার্থী।
আজ বুধবার রাজুর বাবা সাবেক স্কুলশিক্ষক মো. হেমায়েত উদ্দিন হাওলাদার উপজেলা প্রশাসনের কাছে আহত ছেলের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়ে আবেদন করেছেন।
রাজু রাজধানীর গ্রীন ইউনিভার্সিটি’র কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা এলাকার সাবেক স্কুলশিক্ষক মো. হেমায়েত উদ্দিনের ছেলে। মিরপুর ১২ তে বাসা ভাড়া নিয়ে তিনি থাকতেন।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মিরপুরে গুলিবিদ্ধ হন রাজু। এসময় কপালে গুলি লাগে তার। পরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে নেওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। অপারেশনের জন্য দুই সপ্তাহ সময় নেন চিকিৎসকরা।
রাজুর বাবা মো. হেমায়েত উদ্দিন স্থানীয় সাংবাদিকদের জানান, তার দুই মেয়ে ও তিন ছেলের মধ্যে রাজু ছোট। রাজু ঢাকার গ্রীন ইউনিভার্সিটি’র কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। আহত হওয়ার পরে চিকিৎসকের পরামর্শে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলেও অর্থাভাবে রাজুর অপারেশন করা সম্ভব হচ্ছে না।