শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলামির্জাপুরে পুলিশের গুলিতে চোখ হারানো হিমেলের মানবেতর জীবন

মির্জাপুরে পুলিশের গুলিতে চোখ হারানো হিমেলের মানবেতর জীবন

বাংলাদেশ প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার বিজয়ের পর নতুন উদ্যমে নতুন বাংলাদেশ গড়ার কাজে ব্যস্ত সময় পার করছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের সময় পুলিশের ছররা গুলিতে দু’চোখ হারানো টাঙ্গাইলের মির্জাপুরের হিমেলের ভাগ্যে তা হচ্ছে না। বরং সে এখন পরিবার পরিজন নিয়ে মানবেতর জীপনযাপন করছে।

হিমেলের বাড়ি মির্জাপুরের গোড়াই ইউনিয়নের গোড়াই লালবাড়ি গ্রামে। তার বাবার নাম প্রয়াত আবজাল হোসেন এবং মায়ের নাম নাসিমা আক্তার। সে গোড়াই উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে বলে জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ৪ আগস্টের সর্বাত্মক অসহযোগ কর্মসূচিতে অংশ নিয়েছিল হিমেল। মিছিল গোড়াই হাইওয়ে থানার সামনে পৌঁছালে দুস্কৃতিকারীরা হাইওয়ে থানায় হামলা ও অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশ গুলি ছুড়তে থাকে। মিছিলের সামনে থাকা হিমেলের মাথা ও মুখমণ্ডলে অসংখ্য ছররা গুলি লাখে। সহপাঠীরা তাকে উদ্ধার করে নিয়ে যায় সদর হাসপাতালে। এর পর একাধিক হাসপাতাল ঘুরে হিমেলের ঠাঁই হয় ঢামেক হাসপাতালে। সেখানে প্রায় মাসখানেক চিকিৎসা নিয়ে দুচোখের দৃষ্টি হারিয়েই বাড়ি ফিরে হিমেল।

কথা হয় হিমেল ও তার পরিবারের সদস্যদের সঙ্গে। দেশ গঠনের নতুন প্রক্রিয়া দেখতে না পাওয়ার আক্ষেপের পাশাপাশি ১০ বছর আগে বাবাকে হারানো হিমেলের দরিদ্র পরিবার নিয়েও দুশ্চিন্তার শেষ নেই। সে বলে, স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে উপার্জন করে সংসারের হাল ধরব। এখন আমাদের দিন চলছে না। দেশের জন্য আমার চোখ হারিয়েছি এখন নতুন দেশের সরকার আমাকে দেখবে এটাই আশা করছি।

হিমেলের বড় ভাই জনি মিয়া বলেন, ধার দেনা করে হিমেলের চিকিৎসা করেছি। সহায়তা যা পেয়েছি তা সামান্য। এখনও ছোট ভাইয়ের চিকিৎসায় টাকা দরকার এবং সংসার চালাতেও টাকা দরকার। আমরা সরকারের কাছে সাহায্য চাই। তিনি আরও বলেন, গোড়াই এলাকায় মাসিক আট হাজার টাকা বেতনে সুতার কারখানায় কাজ করি। এই স্বল্প আয়ে পাঁচ সদস্যের পরিবার চালাতে হিমশিম খেতে হয়, এখন ছোট ভাইয়ের চিকিৎসা খরচ যোগ হয়েছে।

হিমেলের মা নাসিমা আক্তার বলেন, শুরুতে যখন ছেলে আন্দোলনে যেত, বাধা দিতাম। বলতাম, আমরা গরিব মানুষ। আন্দোলন করলে কি আমাদের পেট চলবে? হিমেল আমার কথা শুনত না। আজ সে দুচোখ হাড়িয়ে বাড়িতে। প্রায় মাসখানেক তাকে নিয়ে হাসপাতালে থেকে নিজের কাজও হারিয়েছি। এখন কোন কাজ নেই। টাঙ্গাইল ও মির্জাপুরের বিএনপি নেতারা হিমেলকে দেখতে এসে কিছু সহায়তা করেছে এবং ছাত্ররাও কিছু সহায়তা করেছে। এখনো হিমেলের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। এক ছেলের সামান্য আয়ে আমরা খুবই কষ্টে আছি। সরকারের কাছে আমরা সাহায্য চাই।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments