শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাকলাপাড়ায় অসহায় বৃদ্ধার বন্দোবস্তকৃত জমি দখল, আদালতে মামলা

কলাপাড়ায় অসহায় বৃদ্ধার বন্দোবস্তকৃত জমি দখল, আদালতে মামলা

মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কলাপাড়ায় এক অসহায় বৃদ্ধার বন্দোবস্তকৃত এক একর জমিতে ফলানো ইরি ধান জোর পূর্বক কেটে নিয়ে গেছে। শুধু তাই নয়। ওই জমির ২০ শতাংশের মাটি ভেকু দিয়ে কেটে ঘের তৈরি করে জবর-দখলে নিয়েছে নীলগঞ্জ ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের একদল অবৈধ দখলকারী।

এ অবৈধ কাজে বাঁধা দিলে জমির মালিক রেনু বেগমের পরনের কাপর চোপড় টানা হেচড়া করিয়া মাটিতে শোয়াইয়া শ্লীলতাহানি ঘটায়।তার ছেলে কামরুল হাসান রনি (জুলাস)কে এলোপাথারীভাবে মারধর করে।
এনিয়ে ছেলে কামরুল হাসান রনি (জুলাস) বাদী হয়ে সোমবার কলাপাড়া উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে। মামলা নং সি.আর-১৩৩৪/২৪। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি পিবিআই পটুয়াখালীকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী জেড এম কাওসার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানাযায়, বাদীর পিতা বহু বছর পূর্বে মারা গেলে সাবরেজিস্ট্রার কলাপাড়া অধিন এস.এ জে.এল নং-২৩, সোনাতলা মৌজার বন্দোবস্ত খতিয়ান নং-৬২৪ দাগ নং- ৯৩৪ দরখাস্ত করিলে ২০০৪-২০০৫ সনের ২৫৩কে নং বন্দোবস্তীয় কেসের অনুকূলে বিগত ইং ১৭ নভেম্বর ২০০৫ সালে রেজিঃকৃত দলিল নং ৪৭৩৮/০৫ নং কবুলিয়াত মূলে এক একর ভূমি প্রাপ্ত হয়।

ঘটনার দিন উত্তর দৌলতপুর গ্রামের মোঃ কালাম গাজী (৪৫), ফুল গাজী (৪৫), মো জসিম হাওলাদার (৩২), মোঃ হারুন গাজী (৩০), মোঃ বেল্লাল (৩০), মোঃ খলিল হাওলাদার (৩৫) সহ আরও অজ্ঞাতনামা ৮/১০ আসামীগণ বেআইনী জনতাবদ্ধে আবদ্ধ হইয়া হাতে দা, ছেনা, লোহার রড, রামদা, স্কেভেটর (ভেকু), টর্চ লাইটসহ প্রান নাশক অস্ত্র নিয়া আমাদেরকে চতুর্দিক থেকে বেড় দিয়া এলোপাথারীভাবে কিল, ঘুশি, চর, থাপ্পর মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম তৈরী করেন। এ সময় আমার মাতার পরনের কাপড় চোপড় টানা হেচড়া করিয়া মাটিতে শোয়াইয়া লজ্জাশীলতা হানী ঘটায়। আসামীগণ আমাদের ভোগদখলীয় ৯৩৪নং দাগের ১শ ফুট দৈর্ঘ্য ১০ফুট প্রস্থ্য ২০ফুট গভীর করে প্রায় ২০ হাজার মাটি যাহার মূল্য অনুমান এক লক্ষ দশ হাজার টাকার মাটি জোড় পূর্বক কাটিয়া নিয়া যায় এবং আমার ভেগদখলীয় ভূমির ফসল কাটিয়া পঞ্চাশ হাজার) টাকার ক্ষতি সাধন করে।

এ ব্যাপারে আইনজীবী জেড এম কাওসার বলেন,ভূমি সংশ্লিষ্ট অপারধ প্রতিরোধ ও প্রতিকারের উদ্দেশ্যে বিধান প্রনয়নকল্পে প্রনিত আইন (২০২৩ সনের ৩৬নং আইন) এর ৪ ধারার (১) (ক), (২) ৫ধারা, ৭ধারার (১), (৩), ১০, ১১, ১২, ১৬ ধারায় আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত মো.কালাম গাজীর সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments