রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাশ্রীমঙ্গলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে পাঁচজন আহত

শ্রীমঙ্গলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে পাঁচজন আহত

মোঃ জালাল উদ্দিন: মৌলভীবাজার জেলা প্রতিনিধি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিকআপ-অটোরিকাশা (সিএনজি) সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ ইং, সকাল সাড়ে ১০টার সময় উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের হবিগঞ্জ সড়কস্থ উত্তরসুর এলাকায় সখিনা (সিএনজি ফিলিং স্টেশন) সিএনজি গ্যাস পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হলেন- উপজেলার আলিসারকুল গ্রামের মৃত উমেদ আলীর ছেলে আসাদ মিয়া, ভূনবীর ইউনিয়নের জিলাদ মিয়ার ছেলে রুবেল মিয়া, ভিমসী এলাকার একই পরিবারের তিনজন তারা হলেন আজিত রায়ের স্ত্রী সৃষ্টি রায়, মা পূর্নিমা রায় ও ৫ বছরের ছেলে শ্রেষ্ঠ রায়।

প্রত্যাক্ষর্দর্শীরা জানান, উপজেলার ভূনবীর এলাকা থেকে আসা শ্রীমঙ্গলগামী সিএনজি শহরতলীর হবিগঞ্জ রোডস্থ সকিনা সিএনজি স্টেশনের পাশে আসমাত্র বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় স্থানীয়রা সিএনজি চালকসহ যাত্রীদের উদ্ধার করে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিফ বলেন, আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments