রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাভূঞাপুরে মুসলিম হত্যা: খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ভূঞাপুরে মুসলিম হত্যা: খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে অনলাইনে জুয়া খেলা দ্বন্দ্বের মীমাংসায় সালিশি বৈঠকে পূর্ব শত্রুতার জেরে  প্রকাশ্যে মুসলিম উদ্দিন (৩৪) নামে এক বালু ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনায় চিহ্নিত খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে  মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর  উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সড়ক অবরোধ করলে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।  এ খবর পেয়ে বেলা ১২ টার দিকে মানববন্ধনস্থলে ছুটে আসেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার ও ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম। পরে তারা আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস প্রদান করলে মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করে নেন এলাকাবাসী।

বক্তারা বলেন- পরিকল্পিতভাবে সন্ত্রাসী জুয়াড়ি সুজন, রাকিব ও মর্তুজের নেতৃত্বে মুসলিম উদ্দিনকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। এতে আহত হয় ৬ জন। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা হলে একজনকে  গ্রেফতার হলেও অন্যান্য আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছ।  তারা আরও বলেন, অনতিবিলম্বে জড়িত  খুনিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং তাদের ফাঁসি দিতে হবে। অন্যথায় আমরা এলাকার মানুষ আরও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবো।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো. আমজাদ হোসেন, মোনায়েম হোসেন মোন্নাফ, নুরুল ইসলাম নুরু, মো. হাসমত নেতা, মো. মোমিন মিয়া, রতন মিয়া, মো. শিবলু, আকাব্বর হোসেন, ব্যবসায়ী আব্দুল মালেক প্রমুখ। উল্লেখ্য গত ৪ অক্টোবর বিকালে উপজেলার মাটিকাটা এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম রমজান আলীর বাড়িতো সালিশ শেষে ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে মুসলিম উদ্দিনের ওপর হামলা চালায় সুজন, রাকিব, মর্তুজ ও তার সহযোগীরা। হামলায় নিহত হন মুসলিম। আহত হন মুসলিমের বাবাসহ ৬ জন। পরে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক এজাহার ভুক্ত আসামি হালিম নামে একজনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় গত রবিবার (৬ অক্টোবর) মুসলিম উদ্দিনের ভাই মুসা বাদী হয়ে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন। এতে সুজনকে প্রধান আসামি করে তার বাবা মর্তুজ আলী মণ্ডল (৫২) ও সুজনের বোন জামাই রাকিব (২৫) সহ ১৫ জনের নাম উল্লেখ করে আরও ১০/১৬ অজ্ঞাতদের নামে এই মামলা হয়। মুসলিম উদ্দিন উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা গ্রামের জহেরের ছেলে। তিনি বালু ও গাছ কেনা-বেচা ব্যবসা করতেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments