রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাউল্লাপাড়ায় হাট দখল করে গড়ে উঠেছে স্থায়ী দোকানঘর

উল্লাপাড়ায় হাট দখল করে গড়ে উঠেছে স্থায়ী দোকানঘর

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আঙ্গারু হাট এখন আর জমে না। পাকা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। আছে নানা পণ্যের দোকানী ব্যবসায়ী। এরপরও জমেও জমছে না। বহু বছরের পুরানো আঙ্গারু হাটের সরকারী জায়গা দখলে নিয়ে একের পর এক স্থায়ী দোকানঘর তোলা হয়েছে।এখানে হাট ও বাজারের নামে সরকারী জমি সম্পত্তিতে প্রায় ৫০ টি স্থায়ী দোকানঘর আছে। এখানকার দোকানঘর মালিকদের বেশিজনই আঙ্গারু গ্রামের বসতি বলে জানা গেছে। বহু বছরের পুরানো আঙ্গারু হাট – বাজারের সরকারী ইজারা ডাক হয় না।

সলঙ্গা ইউনিয়ন ভূমি অফিস থেকে জানা গেছে , উপজেলার সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু বাজারে এক নং খতিয়ানে ২৭০২ দাগে সরকারী খাস জমি সস্পত্তির পরিমাণ ৬৩ শতক। জমির শ্রেণীতে আঙ্গারু হাট ও বাজারের নামে আছে বলে জানানো হয়। আঙ্গারু বাজারে মাঝে এ জমি সস্পত্তিতে পাচ জন পীরের মাজার শরীফ রয়েছে। এর এক পাশে তিনজন আর আরেক পাশে দ্#ু৩৯;জন পীরের মাজার শরীফ আছে। এখানে পাচজন পীরের মাজারের উপর পাকা ছাদের ভবন রয়েছে। আঙ্গারু হাটবার দ্#ু৩৯;দিন হলো রবিবার ও বুধবার। এছাড়া প্রতিদিনই সকালে নানা পণ্যের বাজার বসে। সরেজমিনে ঘুরে দেখা গেছে পুরো বাজারে বড় ছোটো মিলে প্রায় ৫০টি দোকানঘর আছে। প্রায় সবগুলো দোকান টিনের ছাউনি ও বেড়া আর ইটের মেঝে করা হয়েছে। এর মধ্যে গোটা চারেক দোকানঘর একেবারে ইটের গাথুনির দেয়ালের উপর টিনের ছাউনি দেওয়া হয়েছে। আঙ্গারু হাট বাজারের নামে সরকারী খাস জায়গা বিগত সময়ে দখলে নিয়ে দোকানগুলো তোলা হয়েছে। দোকানঘরগুলোর মালিকেরা নিজেরা ব্যবসা করছেন নয়তো অন্য ব্যবসায়ীকে ভাড়া দিয়েছেন বলে জানা গেছে। এলাকার নানা পেশার লোকজন জানান এক সময় আঙ্গারু হাট বেশ জমজমাট ভাবে লাগতো ও বেশ নাম ডাক ছিলো। এখন আর হাট জমে না। বৈশাখ মাসের সব কটি শনিবারে গ্রামীণ মেলা বসে। আঙ্গারু বাজারের দোকানঘর মালিক হবি মিয়া বলেন প্রায় ত্রিশ বছর হলো তারা তিন ভাই পাশাপাশি দোকানঘর তুলে ব্যবসা করছেন।

এলাকার মোহাম্মদ আলী বলেন বহু বছর আগে হাটের জায়গায় স্থায়ী দোকানঘর তুলে নিজেই ব্যবসা করছেন। আঙ্গারু গ্রামের আনিছুর রহমান জানান হাটের জায়গায় তাদের একটি আধাপাকা দোকানঘর আছে। এটি ব্যবসায়ীদেরকে ভাড়া দেওয়া হয়েছে। আঃ লতিফ হাটের জায়গায় ঘর তুলে ভাড়া দিয়েছেন। আরো একাধিক দোকানির কথায় তারা হাটের সরকারী জায়গা দখলে নিয়ে স্থায়ী ঘর তুলে দোকান চালানো নয়তো অন্যদেরকে ভাড়া দিয়েছেন। এলাকার অনেকেই জানান এক সময় আঙ্গারু হাট ও বাজার বেশ জমজমাট ভাবে লাগতো। আশেপাশের গ্রামগুলোর লোকজন মালামাল কেনাবেচায় হাটে আসতেন। এখন আর সে জমজমাট ভাব নেই। সলঙ্গা ইউনিয়ন পরিষদের তিন ওয়ার্ডের সদস্য ( মেন্বর ) আঃ খালেক বলেন হাটের সরকারী জায়গা অতীতে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা দখলে নিয়ে স্থায়ী দোকানঘর তুলেছেন। এক সময় হাটটি বেশ জমজমাট ভাবে লাগতো। এখন সকালে ঘণ্টা দুয়েকের জন্য বাজার জমে। তিনি উপজেলা প্রশাসন থেকে আঙ্গারু হাট ও বাজারের সরকারী ইজারা ডাকের

বিষয়ে এবং হাটের সরকারী জায়গায় ও সরকারী পুকুরের উত্তর চালায় স্থায়ী দোকানঘর তোলা বন্ধে পদক্ষেপ নেওয়ার মত জানিয়েছেন।

সলঙ্গা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আঃ কাইয়ুম জানান আঙ্গারু হাট বাজারের সরকারী জায়গা যে যেমন পেরেছেন দখলে নিয়ে স্থায়ী দোকানঘর তুলেছেন। হাট বাজারের জায়গায় স্থায়ী দোকানঘর তোলা অবৈধ বলে জানান।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন তিনি নতুন যোগদান করেছেন। আঙ্গারু হাটটির সব বিষয়ে খোজ নিয়ে দরকার হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments