স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে পৃথক ঘটনায় দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার( ১৯ অক্টোবর) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী এলাকা থেকে মারিয়া খাতুন শাম্মি (১৩) নামেরৃ স্কুল ছাত্রী ও দুপুরে একই ইউনিয়নের কোলেরকান্দি এলাকা থেকে জিহাদ হোসেন (১৪) নামে আরও এক স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়।
নিহত শাম্মি ওই এলাকার হাবিবুর রহমানের মেয়ে ও ভাড়ইমারী রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী এবং জিহাদ মিরকামারী পূর্বপাড়া গ্রামের বাবু ইসলামের ছেলে ও ভাষা শহীদ বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
নিহত শাম্মির স্বজনরা জানান, শাম্মির কিছুটা মানসিক সমস্যা ছিলো। প্রতিদিনের মতো গতকাল রাতেও নিজের কক্ষে ঘুমাতে গিয়েছিল সে। সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে। কোন সারা- শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে তার কক্ষে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ্ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে।
অপরদিকে, শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে একই ইউনিয়নের কোলেরকান্দি গ্রামের একটি পুকুরে
গোসল করতে যায় জিহাদ। সাঁতার না জানায় পানিতে ডুবে যায় সে। পরে রুপপুর মডার্ণ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।