মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জের সিংগাইরে মামলায় পিতা গ্রেফতার হওয়ায় প্রবাসী ছেলের বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পুলিশের বিশেষ অভিযানে গত সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে গ্রেফতার হন রিপন হোসেন (৪৫) নামের স্বেচ্ছাসেবক লীগের নেতা।
তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত শাহজাহানের ছেলে ও ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। রিপন গ্রেফতার হওয়ার পর দিন মঙ্গলবার (২২অক্টোবর) তার দুবাই প্রবাসী ছেলে রনির বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয় বলে পরিবারের দাবি।
এদিকে, গ্রেফতারকৃত রিপনকে গত ৫ আগস্ট বিকেলে সিংগাইর থানার অন্তর্গত ধল্লা পুলিশ ক্যাম্পে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে মামলা তদন্ত কর্মকর্তা এসআই মো: আ: মুত্তালিব নিশ্চিত করেন।