শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাসিংগাইরে সরকারি স্থাপনা দখলে নিয়ে ভাড়া দেয়ার চেষ্টা মুক্তিযোদ্ধাদের

সিংগাইরে সরকারি স্থাপনা দখলে নিয়ে ভাড়া দেয়ার চেষ্টা মুক্তিযোদ্ধাদের

মুহ. মিজানুর রহমান বাদলঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম বাজারে সরকারি পাকা স্থাপনা ভেঙ্গে দোকান ঘর নির্মাণ করার চেষ্টা করছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। ইতিমধ্যেই তারা স্থাপনাটির ভেতরের অংশের দেয়াল নির্মাণ সম্পন্ন করেছেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২২অক্টোবর) বিকেলে সরেজমিন গিয়ে জানাযায়, চারিগ্রাম ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কোয়ার্টারের ঘরটির ভেতরের অংশ ভেঙ্গে দেয়াল নির্মাণ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। এর আগে ওই কোয়ার্টারের খালি থাকা দুইটি কক্ষের মধ্যে একটি কক্ষে সাবেক ইউপি চেয়ারম্যান সাজেদুল আলম তালুকদার স্বাধীনের মৌখিক অনুমতি নিয়ে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড তাদের অস্থায়ী অফিস হিসেবে ব্যবহার করতেন।

এদিকে,স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের কোনো স্টাফ কোয়ার্টারে বসবাস না করার সুযোগে গত ৫ আগস্ট ছাত্র জনতার গণবিপ্লবে আওয়ামীলীগ সরকার পতনের পর স্থানীয় মুক্তিযোদ্ধারা ওই কোয়ার্টার পুরোটাই দখলে নেন। এরপর পুরনো স্থাপনা ভেঙ্গে নতুন করে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেন। সেই সঙ্গে সামনের অংশ ঠিকঠাক করে দুটি দোকানের পজিশনও ভাড়া দেয়ার চেষ্টা করছেন তারা। বিষয়টি নিয়ে স্থানীয় বাজার ব্যবসায়ীদের মধ্যে কানাঘুষা শুরু হয়েছে। এ নিয়ে একাধিক ব্যক্তি ক্ষুব্ধ হয়ে স্থানীয় ভূমি অফিসসহ উপজেলা প্রশাসনকে অবগত করেছেন।

এ প্রসঙ্গে মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে থাকা মুক্তিযোদ্ধা মজিবর রহমান খাঁন (মজনু) বলেন,জায়গায়টা হয় কাউন্সিলের না হয় পোস্ট অফিসের। গত ১৫ বছরের অধিক সময় আগে প্রয়াত ইউপি চেয়ারম্যান ফজলুল হক খান সাহেব আমাদের দান করেছেন। ইউএনও সাহেব নিষেধ করায় আপাতত কাজ বন্ধ আছে, অনুদান পেলে শুরু করব। পজিশন ভাড়া দেয়ার কথা ছিল, সেটা বাতিল হয়েছে ।

চারিগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চাকরি থেকে সদ্য অবসর নেয়া উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. জয়নাল আবেদীন বলেন,এ ঘরটি আমাদের স্টাফ কোয়ার্টার ছিল। এক সময় এর একটি কক্ষে পোস্ট অফিসের কার্যক্রম চলত। অন্যটিতে স্থানীয় মুক্তিযোদ্ধারা মাঝে-মধ্যে বসতেন। এখন দেখছি ওই ঘরটি ভেঙে নতুন করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। কারা এর সঙ্গে জড়িত সেটা জানি না।

চারিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজেদুল আলম তালুকদার স্বাধীন বলেন,ওই ঘরটি ছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রধানের পরিবার নিয়ে থাকার কোয়ার্টার। তারা আবাসিক হিসেবে ব্যবহার না করায় খালি পেয়ে মুক্তিযোদ্ধারা বসতেন। এখন উনারা বিএনপি পন্থি মুক্তিযোদ্ধা দাবী করে ঘরটি দখলে নিয়ে সংস্কার করছেন। শুনেছি,স্থাপনাটি দাসেরহাটি গ্রামের তালেব আলীর ছেলে রাজ্যত আলীর কাছে ভাড়া দিয়েছেন ।
চারিগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. খায়রুল বাশার বলেন,ইউএনও স্যারের ফোন পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু বলেন, কয়েকজন মুক্তিযোদ্ধা ঘরটি সংস্কারে অনুমতির জন্য আমার কাছে এসেছিলেন। মালিকানা যাচাই করে প্রয়োজনে সরকারি বরাদ্দে তাদের বসার জন্য মেরামত করা হবে। কারো ভাড়া দেয়ার সুযোগ নেই ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments