বিমল কুন্ডু: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগের লগী বৈঠার তান্ডবে নিহত জামায়াত কর্মীদের হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ী মিলনায়তনে উপজেলা জামায়াত এই সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মিজানুর রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা নিজাম উদ্দিন।
এতে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আব্দুল খালেক, পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা মঈনুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, ২০০৬ সালে লগী বৈঠার তান্ডবের মাধ্যমে আওয়ামীলীগ বাংলাদেশে ওয়ান ইলেভেন সৃষ্টি করেছিলো। ফখরুদ্দিন, মঈনুদ্দিনের ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামীলীগ ক্ষমতায় এসে গণতন্ত্র ধ্বংস করে জনগণের ভোটাধিকার হরণের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাকে কুক্ষিগত করে। অবশেষে বৈষম্যবিরোধী ছাত্র -জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় । তিনি বর্তমান অন্তর্বতী সরকারকে ২৮ অক্টোবর ও ‘২৪ এর খুনীদের বিচারের জোর দাবি জানান।