মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
Homeসারাবাংলাকিশোরগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু নিহত

কিশোরগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু নিহত

বাংলাদেশ প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। রোববার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মঠখোলা নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন এগারসিন্দুর ইউনিয়নের চরখামা এলাকার কামালের ছেলে পলাশ (১৭) ও আসাদের ছেলে রিয়াদ (১৮)।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা নতুন বাজার এলাকায় অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়।

এগারসিন্দুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য শিরিন আক্তার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, ‘দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন বলে আমরা জানতে পেরেছি। এ সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এরইমধ্যে নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments