শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeসারাবাংলাপুনরায় দল্টা ডিগ্রি কলেজের সভাপতি হলেন শাকিল চেীধুরী

পুনরায় দল্টা ডিগ্রি কলেজের সভাপতি হলেন শাকিল চেীধুরী

বাংলাদেশ প্রতিবেদক: নানান নাটকীয়তার অবসান ঘটিয়ে উচ্চ আদালতের রায়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী ওমর ফারুক শাকিল চৌধুরী।

গত ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত অনুমোদনক্রমে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে দল্টা ডিগ্রি কলেজের সভাপতি পদে ওমর ফারুক শাকিল চেীধুরীকে সভাপতি, মনির হোসেনকে বিদ্যোৎসাহী সদস্য ও সভাপতি কর্তৃক মনোনীত সদস্য, পদাধিকারবলে অধ্যক্ষকে সদস্য সচিব নির্বাচিত করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর পরদিন ১৮ সেপ্টেম্বর সভাপতি পদে ওমর ফারুক শাকিল চেীধুরীর নাম পরিবর্তন করে মুজিবুর রহমানের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেন জাতীয় বিশ্ববিদ্যালয়।

ওইদিন কমিটি ফিরে পেতে উচ্চ আদালতে রিট করেন ওমর ফারুক শাকিল চেীধুরী। সকল তথ্য প্রমাণ যাচাই বাছাই শেষে আদালত ২৪ অষ্টােবর শুনানিতে ওমর ফারুক শাকিল চেীধুরী কে পুনরায় দল্টা ডিগ্রি কলেজের সভাপতি পদে পুনর্বহালের রায় দেন। রায় পাওয়ার পরপরই কলেজের সভায় যোগ দেন এডহক কমিটির সভাপতি ওমর ফারুক শাকিল চেীধুরী। এসময় তিনি কলেজের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী,অভিভাবক ও স্হানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

ওমর ফারুক শাকিল চেীধুরী বলেন, আমাকে সভাপতি ঘোষণা করার পরদিন বিশ্ববিদ্যালয় ও কলেজের নিয়মনীতি বহির্ভূতভাবে আরেকটি কমিটি ঘোষণা করা হয়। তাই আমি সভাপতি পদ ফিরে পেতে উচ্চ আদালতে রিট করি। আদালতের রায়ে আমি পুনরায় সভাপতি পদ ফিরে পেয়েছি। আমি চাই কলেজের চলমান সংকট নিরসন করে কলেজের শিক্ষার একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিতে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments