সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeসারাবাংলাকমলগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

কমলগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

মোঃ জালাল উদ্দিন: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজার সরকারি কলেজছাত্র মোটরসাইকেল আরোহী হামদান সোহান ( ২১) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই জন আহত হয়।

আজ শনিবার ০৯ নভেম্বর ২০২৪ইং, সকালে উপজেলার ধলাই নদীর চৈত্রঘাট ব্রিজের পাশে এ ঘটনাটি ঘটে।
নিহত হামদান সোহান মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার মঈন আহমদ এর ছেলে। সে মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এ সময় তার সাথে থাকা অপর আহত দুজন তার আপন ছোট ভাই ও তার এক বন্ধু গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হামদান সোহান তার আপন ছোট ভাই ও তার বন্ধু কে নিয়ে তিনজন একটি মোটরসাইকেলে চৈত্রঘাট ব্রিজের কাছে পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের নিয়ে গেলে সোহানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments