সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeসারাবাংলালঞ্চ থেকে ঝাঁপ দেওয়া পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

লঞ্চ থেকে ঝাঁপ দেওয়া পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

বাংলাদেশ প্রতিবেদক: ঢাকাগামী লঞ্চ থেকে কীর্তনখোালা নদীতে ঝাঁপ দেওয়ার ১২ ঘণ্টা পর পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম আলো মজুমদার (৩৭)। তিনি পটুয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিআইবি) পরিদর্শক অনুপ রায়ের স্ত্রী।

নৌ পুলিশের বরিশাল সদর থানার উপ-পরিদর্শক আসাদুল ইসলাম গালিব এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরী সংলগ্ন চরমোনাই ইউনিয়নের পশুরকাঠী এলাকায় মঙ্গলবার সকালে অজ্ঞাত এক নারীর মরদেহ স্থানীয়া নদীতে ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে স্বজনরা এসে মরদেহ আলো মজুমদারের বলে শনাক্ত করেন।

আলোর মজুমদারের ভাই মঞ্জু মজুমদার জানান, তার বোন মানসিক ভারসম্যহীন ছিল। বরিশাল নগরেরর নথুল্লাবাদ এলাকায় ভাড়া বাসায় দুই সন্তান নিয়ে থাকতেন। সোমবার সকাল ১০টার দিকে মোবাইলে টাকা রিচার্জ করার কথা বলে বাসা থেকে বের হয়ে নিঁখোজ হয়। এ তথ্য জানিয়ে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।

সুন্দরবন- ১৬ লঞ্চের কেরানী মো. বাবুল জানান, তাদের লঞ্চটি সোমবার বরিশাল থেকে ঢাকায় যাচ্ছিল। রাত ১১টার দিকে অজ্ঞাত এক নারী লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেন। তিনি ডেকের যাত্রী ছিলেন। লঞ্চ থামিয়ে দুই ঘণ্টা খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে নৌ পুলিশ ও কোস্টগার্ডকে বিষয়টি জানিয়ে লঞ্চ নিয়ে তারা ঢাকা চলে যান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments