রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাজয়পুরহাটে অটোরিকশাচালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

জয়পুরহাটে অটোরিকশাচালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাটে ব্যাটারিচালিত অটোরিকশা চালক দিলীপ চন্দ্র (৫৭) হত্যা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা শহরের হাতিল মাগ্নিপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে এনামুল হোসেন (২২) ও বিহারীপাড়া মহল্লার খলিলুর রহমানের ছেলে ইমান আলী (২০)। প্রাথমিকভাবে পুলিশের কাছে হত্যাকান্ডের দায় স্বীকার করেছে তারা।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, এ ঘটনার ছয় ঘন্টার মধ্যে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জেলার চাঁনপাড়া এলাকা থেকে ছিনতাই হওয়া রিকশাসহ দুইজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments