শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাকলেজ অধ্যক্ষ দুই মাস জেলে থাকলেও মামলা লড়তে চাচ্ছেনা কোন আইনজীবী

কলেজ অধ্যক্ষ দুই মাস জেলে থাকলেও মামলা লড়তে চাচ্ছেনা কোন আইনজীবী

আরিফুর রহমান: আইনজীবী জয়নাল হত্যা মামলার প্রধান আসামী হয়ে জেল খাটছেন মস্তফাপুর বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজের অধ্যক্ষ ফারুক মাতুব্বর। এই ঘটনার সাথে অধ্যক্ষ ফারুক জড়িত নয় দাবি করে সংবাদ সম্মেলন করেছে অধ্যক্ষ ফারুকের স্ত্রী। স্বামীকে জামিন করাতে বা নির্দোষ প্রমাণ করতে কোন আইনজীবীর সহযোগীতা পাচ্ছেন না বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ফারুক মাতুব্বরের স্ত্রী মোসাম্মৎ আফরিন জানান, আইনজীবী জয়নাল সরদারের সাথে ঝিকোরহাটি গ্রামের লোকমান খানের জমি জমা নিয়ে বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় তাঁতিবাড়ি এলাকায় লোকমান খানের লোকজন প্রকাশ্যে মারধোর করে আহত করে। ৯ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় জয়নাল মারা যায়। ১২ সেপ্টেম্বর আইনজীবী জয়নাল সরদারের স্ত্রী মায়া বেগম অধ্যক্ষ ফারুককে প্রধান আসামী ও তার পরিবারের ৯ সদস্যকে আসামী করে মামলা করে। এই মামলায় ২৯ সেপ্টেম্বর অধ্যক্ষ ফারুকে গ্রেফতার করে আদালতে নেয়া হয়।

মামলাটি পরিচালনা ও অধ্যক্ষ ফারুককে জামিন করানোর জন্য কোন আইনজীবী রাজি হয়নি বলে জানান অধ্যক্ষের স্ত্রী। দুই মাসের অধিক সময় ধরে জেল খাটছেন। এই সুযোগে আইনজীবীর ভাই কামাল সরদার কিশোর গ্যাং বাহিনী নিয়ে এলাকার বিছিন্ন বাড়িতে ডাকাতি করছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। মামলা পরিচালনা করতে আইনজীবীদের সহযোগীতা না করাকে মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসনসহ সকল মহলের কাছে ন্যায় বিচারের স্বার্থে সহযোগীতা চেয়েছেন অধ্যক্ষ ফারুকের স্ত্রী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments